-273ºc,
Tuesday, 30th May, 2023 2:26 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জমানায় বিজেপিতে দলবদলুরাই সম্পদ হয়ে উঠছেন। কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে আসা নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো অন্তত তাই বলছে। শুক্রবারই হাত শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন পঞ্জাবের বিতর্কিত কংগ্রেস জয়বীর শেরগিল। আর যোগদানের সঙ্গে সঙ্গেই দলবদলু নেতাকে দলের মুখপাত্র হিসেবে নিয়োগ করেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। জয়বীর শেরগিলের পাশাপাশি পঞ্জাবের আরও দুই দলবদলু নেতা অমরিন্দর সিং ও সুনীল জাখরকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছে।
পঞ্জাব বিধানসভায় ভরাডুবির পরেই রাজ্যের কংগ্রেস নেতাদের দলত্যাগের হিড়িক পড়ে যায়। গত অগস্টে জয়বীর শেরগিল, সুনীল জাখর সহ একাধিক প্রাক্তন মন্ত্রী রাতারাতি দল ছাড়েন। বেশ কয়েকজন বিজেপিতে নামও লেখান। যদিও জয়বীর শেরগিল দল ছাড়লেও গেরুয়া শিবিরে এতদিন সামিল হননি। কিন্তু তিনি যে বিজেপিতেই সামিল হচ্ছেন, গত কয়েকদিন ধরে সেই আভাস মিলছিল। অবশেষে শুক্রবার হাতে পদ্ম পতাকা নেন তিনি।
এদিন আটজনকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য ও বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়োগ করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। অমরিন্দর সিং, সুনীল জাখর ছাড়াও উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা দলের রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিংকে জাতীয় কর্মসমিতিতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ডের মদন কৌশিক, ছত্তিশগড়ের বিষ্ণুপদ সাউ, পঞ্জাবের এস রানা গুরুমিত সিং, মনোরঞ্জন কালিয়া ও আমনজ্যোত কাউর রামুবালিয়াকে কর্মসমিতির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।