এই মুহূর্তে




তারকা-কন্যার প্রচারেও খুলল না ভাগ্য, ভাগলপুরে বিজেপির কাছে পিছিয়ে নেহার বাবা অজিত শর্মা

নিজস্ব প্রতিনিধিঃ নির্ধারিত সময় মেনে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা চলছে। গণনার শুরু থেকেই মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে NDA। এখনও পর্যন্ত ২৪৩ টি আসনের মধ্যে ১৯৬ আসনে এগিয়ে রয়েছে NDA। ৪৬ আসনে পিছিয়ে রয়েছে মহাগঠবন্ধন। সুতরাং গোটা দেশের নজর আজ বিহারের রায়ের দিকে। আগামী পাঁচ বছরের জন্য বিহারের কুর্সি কার দখলে থাকবে সেটা জানা যাবে আজই। বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন হবে সেটাই নজরে রয়েছে। বিহারের ইতিহাসে এবারেই রেকর্ড ভোটদান হয়েছে বলে জানা গিয়েছে। এবার দু দফায় হয়েছে ভোট। ২৪৩ আসনে ভোটদানের হার এবার ছিল ৬৭ শতাংশ। ২০২০ সালের থেকে ১০ শতাংশ বেশি ভোট পড়েছে এবার। এদিন সকাল থেকে ২৬১৩ জনের ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে।

তবে এবার বিহারের নির্বাচনে জিততে বিজেপি তুরূপের তাস ছিল তারকারা। সেই মতো বিজেপিতে যোগ দিতেই সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরকে আলিনগরের প্রার্থী ঘোষনা করেন বিজেপি। সেইমতো অনেকটাই এগিয়ে রয়েছে। জিতেও যেতে পারেন। অন্যদিকে কংগ্রেসের প্রার্থীদের সঙ্গেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু NDA-এ থেকে অনেকটাই পিছিয়ে আছে কংগ্রেস। বিহারের ভাগলপুর আসন থেকে পিছিয়ে আছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মার বাবা অজিত শর্মাও। অথচ নির্বাচনের আগের দিন পর্যন্তও বাবার হয়ে প্রচার সেরেছেন নেহা শর্মা। কিন্তু তারকা কন্যাকে দিয়ে প্রচার করিয়েও খুলল না ভাগ্য। আজ বিহারে ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, অনেকেই ভাগলপুরের দিকে মনোনিবেশ করে ছিলেন। কেননা এই আসনেরই কংগ্রেস প্রার্থী বলিউড অভিনেত্রী নেহা শর্মার বাবা কংগ্রেস প্রার্থী বিধায়ক অজিত শর্মা।

কিন্তু বর্তমানে তিনি ১৭৬১৩ (-৭৫৫৩) ভোটে পিছিয়ে আছেন। অথচ তিনবার নির্বাচিত এবং দশ বছর ধরে একই এলাকায় প্রতিনিধিত্ব করছেন শর্মা। কিন্তু এবার তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। অজিত শর্মা ২০১৪ সাল থেকে ভাগলপুরের একজন সুপরিচিত কংগ্রেস নেতা, ২০১৫ এবং ২০২০ সালে আবারও নির্বাচনে জয়লাভ করেছেন। এলাকায় তার দৃঢ় সংযোগ এবং মানুষের সঙ্গে দেখা করার ব্যক্তিগত পদ্ধতির জন্য তিনি সম্মানিত। বিহারে নির্বাচনের পুরোদমে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, নেহা শর্মা অভিনয় থেকে বিরতি নিয়ে তার নিজের শহরে ফিরে এসেছিলেন। এবং বাবার সঙ্গে রোডশো করে ভোটের প্রচার সেরেছিলেন। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন, যা ভাগলপুর জুড়ে বিশাল জনসমাগমকে আকর্ষণ করেছিল। কিন্তু তাতেও খুলল না ভাগ্য। আজ সকালেই নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়ে দিয়েছিলেন যে, সকাল দশটা নাগাদ ভোটের প্রাথমিক প্রবণতার আভাস মিলবে। সুতরাং পাটলি পুত্রের কুর্সি নীতীশ কুমার-বিজেপি জোটের দখলেই থাকবে নাকি তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট বাজিমাত করবে তারই ইঙ্গিত মিলবে। কিন্তু তাতে ভোকাট্টা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট। NDA-বিজেপি জোট অনেকটাই এগিয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, হুঙ্কার মোদির

‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ