30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:34 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে শুরু হল বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদূ মুর্মু সংসদ ভবনের পৌঁছে গিয়েছেন। যৌথ অধিবেশনে ভাষণ দিতে শুরু করেছেন রাষ্ট্রপতি। ভাষণ শেষে অর্থমন্ত্রী নির্মলা পেশ করবেন ২০২২-২৩-য়ের আর্থিক সমীক্ষা। আম আদমি পার্টি বাজেট অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধি-সহ দলের প্রবীণ নেতারা রয়েছেন জম্মুতে। ভারী তুষারপাতের কারণে তারা দিল্লি ফিরতে পারেননি। তাই, তাদের পক্ষে বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদে থাকা সম্ভব হচ্ছে না।
সংসদ সচিবালয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিনের কর্মসূচির মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ভাষণ। ভাষণ শেষে লোকসভার অধ্যক্ষ শোক প্রস্তাব পেশ করবেন। শেষ অধিবেশন এবং আজকের অধিবেশনের মধ্যে যে কয়জন সাংসদের জীবনাবসান ঘটেছে, তাদের প্রতি শোকজ্ঞাপন প্রস্তাব গৃহীত হবে। সেই প্রস্তাব শেষ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করবেন ২০২২-২৩-য়ের আর্থিক সমীক্ষা রিপোর্ট। কাল পেশ করবেন বাজেট। প্রতি বছর বাজেটকে কেন্দ্র করে আম আদমির মধ্যে একটা কৌতুহল থাকে। আর সেই কৌতুহল হল আয়কর ছাড়ের উর্ধ্বসীমা। পাশাপাশি প্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস বা বৃদ্ধি। রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম দ্রৌপদী মুর্মুর এটাই প্রথম বাজেট অধিবেশনে বক্তৃতা । ধরে নেওয়া যেতে পারে, রাষ্ট্রপতি তাঁর বাজেট বক্তৃতায় মোদি সরকারের গুণগান গাইবেন। যেটা দেখা গিয়েছিল সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। তবে তার ভাষণের থেকে এদিনের উল্লেখযোগ্য বিষয় আর্থিক সমীক্ষা রিপোর্ট।
আরও পডুন নির্মলার বাজেট ফ্লপ, আয়করে ছাড় দিতে চান মোদি