এই মুহূর্তে




দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার টার্মিনাল ৩-এ এয়ার ইন্ডিয়া পরিচালিত একটি বাসে আগুন লেগে যায়। X হ্যান্ডেলে করা একটি পোস্টে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একজন গ্রাউন্ড হ্যান্ডলার চালাচ্ছিল বাসটি। আচমকা সেটিতে দুপুরবেলা আগুন লেগে যায়। সেই সময় অবশ্য বাসটি পার্ক করা ছিল।  বিমানবন্দরের ARFF (বিমান উদ্ধার ও অগ্নিনির্বাপণ) দল তড়িঘড়ি এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে ১ মিটার দূরে পার্ক করা একটি বাসে আগুন লেগে যায়। SATS এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড দ্বারা চালিত হয় বাসটি। একাধিক বিমান সংস্থার জন্য বাস পরিষেবা প্রদান করে এই সংস্থাটি। বাসটিতে যখন আগুন লাগে তখন তাতে কোনও যাত্রী ছিল না। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই বাসে আগুন লাগার ঘটনাটিকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে জানিয়েছে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সমস্ত কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

 

সূত্রের খবর, আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখছে SATS। ঘটনার সময় বাস চালক বাসে ছিলেন। তবে তার বিশেষ আঘাত লাগেনি। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য বাসটি পরীক্ষা করা হবে। দিল্লি বিমানবন্দরে তিনটি টার্মিনাল এবং চারটি রানওয়ে রয়েছে। বছরে ১০ কোটিরও বেশি মানুশদিল্লি বিমানবন্দরের মাধ্যমে যাওয়া আসা করেন। বিমানবন্দরের টার্মিনাল ৩ এর কাছে আগুন লাগে। এই টার্মিনালটি ২০১০ সালে উদ্বোধন করা হয়েছিল। এটি বিশ্বের বৃহত্তম টার্মিনালগুলির মধ্যে একটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ