নিজস্ব প্রতিনিধিঃ সুদূর অতীত থেকে সাপ ও মানুষের ভয়ভীতির সম্পর্ক। সাপের নাম শুনলে ভয় পায়না এমন খুব কম মানুষই রয়েছে। কিন্তু এই সাপের বিষ থেকেই নাকি এবার দ্রুত সারবে ক্ষত। তেমনটাই দাবি করেছেন যোধপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) গবেষকেরা। সাপের বিষের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। যা দ্রুত কোন ক্ষত নিরাময়ে সহায়তা করে বলেই দাবি গবেষকদের।
যোধপুর আইআইটি’র বায়োসায়েন্স অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ সুরজিৎ ঘোষ জানিয়েছেন, সাপের বিষের থেকে ক্ষতিকর প্রভাবগুলি সরিয়ে অ্যান্টি মাইক্রোবিয়াল মৌলগুলি বজায় রাখা যায়। তাতে শুধু জীবাণুবিরোধী উপাদানগুলি রাখা হয়।
আইআইটি যোধপুরের এই গবেষণায় মূলত দুটি সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে করা হয়। পেপটাইডের মেমব্রেনোলাইটিক ক্ষমতা এবং দ্বিতীয়টি হল যাতে পেপটাইডকে কোনও ডিসইনফেক্ট্যান্ট বা অয়েন্টমিন্ট হিসেবে ব্যবহার করা যায়। যদিও গোটা বিষয়টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
যোধপুর আইআইটি’র সাম্য সেন, রামকমল সামত, মৌমিতা জাশ, সত্যজিৎ ঘোষ, রাজশেখর রায়, নবনীতা মুখার্জি, সুরজিৎ ঘোষ এবং জয়িতা সরকার, সুরজিৎ ঘোষ এই গবেষণায় রয়েছেন। ভারতের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি) এবং ইন্ডিয়া অ্যান্ড সাসটেইনেবল এনট্রেপ্রিনিউরশিপ অ্যান্ড এন্টারপ্রাইস ডেভেলপমেন্ট (সিড)এই গবেষণায় অর্থায়ন করেছে।