27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:31 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সকালে খবর এসেছিল মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎসিং কোশিয়ারি করোনায় (Covid) আক্রান্ত হয়েছেন। ভর্তি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেই খবরের রেশ মিটতে না মিটতে এবার খবর এল করোনায় আক্রান্ত খোদ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মুখ্যমন্ত্রীর করোনায় (Covid)আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথ। মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় শীর্ষ নেতৃত্ব কমলনাথকে দৌত্য করতে ওই রাজ্যে পাঠিয়েছেন। শিবসেনার প্রধানের সঙ্গে এদিন দেখা করার কথা ছিল কমলনাথের। তিনি নির্ভরযোগ্য সূত্রে জানতে পারে, উদ্ধব ঠাকরে করোনায় আক্রান্ত হয়েছেন। তাই, তাঁর সঙ্গে দেখা করা সম্ভব নয়। কমলনাথ পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান উদ্ধব ঠাকরের করোনায়(Covid) আক্রান্ত হওয়ার খবর।
প্রবীণ এই কংগ্রেস নেতা জানান, ‘শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আমার এদিন দেখা করার কথা ছিল। কিন্তু উনি করোনায় (Covid)আক্রান্ত হয়েছেন। দলের তরফ থেকে আমায় বলা হয়েছে উদ্ধব ঠাকরে আপাতত কিছুদিন নির্ভৃতবাসে থাকবেন। আপাতত আমি এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করব। কথা বলব মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।’
এদিন সকালে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির করোনায় (Covid)আক্রান্ত হওয়ার খবর আসে। তিনি ভর্তি এখানকার একটি বেসরকারি হাসপাতালে। তবে রাজ্যপাল জানিয়েছেন, তার সঙ্গে কেউ কথা বলতে চাইলে ভিডিয়ো কনফারেন্সে কথা বলতে পারেন।
রাজ্যপাল তো জানিয়ে দিলেন তাঁর সঙ্গে কেউ কথা বলতে চাইলে বলতে পারে। কিন্তু একদিনে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে -এবার কার পালা।
আরও পডু়ন করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল, সবার সব ছক বানচাল