32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:23 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিতর্কিত নির্বাচনী বন্ড নিয়ে মামলার শুনানি দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। আগামী মার্চে এই মামলার শুনানি শুরু হবে। সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিমহা মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে মামলার শুনানি। একই সময়ে শুরু হবে রাজনৈতিকদলগুলিকে তথ্যধিকার আইনে আওতায় আনা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি। পাশাপাশি রাজনৈতিক দলগুলির বিদেশি অনুদান নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলারও শুনানি শুরু হবে বলে জানিয়ে দিয়েছে বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিমহার ডিভিশন বেঞ্চ।
নির্বাচনী বন্ডের বিষয়ে কেন্দ্রে আসীন শাসকদল জানিয়েছে, গোটা প্রক্রিয়াটাই স্বচ্ছ। কমিশনের দলের তরফ থেকে দাখিল করা খরচ-খরচার রিপোর্টে সুস্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়, নির্বাচনী বন্ড থেকে কত টাকা আয় হয়েছে। সেই টাকার কতটা খরচ করা হয়েছে। বাকি টাকা কত। সুতরাং, নির্বাচনীবন্ডে কোনও অস্বচ্ছতা নেই। স্বচ্ছতা মেনে চলা হয় বিদেশি অনুদানের ক্ষেত্রেও। এখনও পর্যন্ত এই ক্ষেত্রে কতটাকা অনুদান হিসেবে দলীয় কোষাগারে জমা পড়েছে, সেটাও কমিশনকে ভোটের সময় জানিয়ে দেওয়ার পাশাপাশি দলের তরফ থেকে দাখিল করা রিটার্নেও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়ে থাকে। তাই, কারচুপির প্রশ্ন ওঠে না। যদিও রাজনৈতিকমহল মনে করছে, শাসক দল তো বটেই, কম-বেশি সব রাজনৈতিক দলই দুটি ক্ষেত্রেই হিসেবে জল মেশায়। খালি চোখে ধরা পড়ে না।
আরও পডুন ১২গুণ ধনী হল তৃণমূল, সৌজন্যে মোদির নির্বাচনী বন্ড