27ºc, Haze
Friday, 24th March, 2023 9:29 pm
নিজস্ব প্রতিনিধি: মরেও শান্তি নেই। অন্তত কর্নাটক হাইকোর্টের একটি রায় তেমনই।
কর্নাটক হাইকোর্ট জানিয়েছে, দোষীর মৃত্যু হলেও তার বিরুদ্ধে ধার্য করা জরিমানা এবং ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিতে বাধ্য থাকবে পরিবার। পরিবার টাকা মেটাতে না পারলে দোষীর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা জোগাড় করার ব্যবস্থা করতে হবে। কর্নাটক হাইকোর্টের বিচারপতি শিবশঙ্কর অমরাণ্যবর এই রায় দিয়েছেন। রায়ের নেপথ্যে রয়েছে এক মামলায় দোষী সাব্যস্ত জনৈক থোতলেগৌড়ার আবেদন। নিম্ন আদালতে সে দোষী সাব্যস্ত হয়েছে। সেই সঙ্গে জরিমানা ধার্য করে ২৯,২০৪ টাকা। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক হাইকোর্টে তার তরফ থেকে মামলা রুজু করা হয়।
বিচারপতি শিবশঙ্কর জানিয়েছেন, কোনও ঘটনায় আদালতে কাউকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি জরিমানা ধার্য করলে দোষী সেই জরিমানা মিটিয়ে দিতে বাধ্য। যদিও দেখা যায় সাজার মেয়াদ চলাকালীন দোষীর মৃত্যু হয়েছে এবং তার ওপর আদালত কর্তৃক ধার্য করা জরিমানা মেটানো সম্ভব হয়নি, সে ক্ষেত্রে দোষীর পরিবারকে সেই টাকা মিটিয়ে দিতে হবে। পরিবার সেই টাকা মিটিয়ে দিতে বাধ্য। টাকা আদায়ে প্রয়োজনে প্রশাসন হস্তক্ষেপ করবে।
বিচারপতি শিবশঙ্কর বলেছেন, দোষীর মৃত্যু হওয়ার অর্থ এই নয়, তার ওপর আদালত বরাদ্দ জরিমানারও মৃত্যু হয়েছে। এই মামলায় নিম্ন আদালত যে রায় দিয়েছে, সেই রায় বহাল থাকবে। আদালত থেকে ধার্য জরিমানা ২৯,২০৪ টাকা তাকে মিটিয়ে দিতে হবে।
আরও পড়ুন কর্নাটকে ক্লাসরুমে ছাত্রকে জঙ্গি বলে সাসপেন্ড অধ্যাপক