এই মুহূর্তে




শূন্যের হ্যাটট্রিক-ই শুধু নয়, দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জামানত খুঁইয়েছে কংগ্রেস




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা হয়তো শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর স্বগতোক্তি করছেন ‘এ লজ্জা রাখব কোথায়।’ টানা ১৫ বছর রাজধানী দিল্লি শাসন করা দলটি এবারেও শূন্য হাতে ফিরেছে। এ নিয়ে টানা তিনটি বিধানসভা ভোটে দেশের রাজধানীতে খালি হাতে ফিরে লজ্জার রেকর্ড গড়েছে শতাব্দী প্রাচীন দলটি। শুধু যে শূন্যের হ্যাটট্রিক করেছে, তাই নয়। ৭০ আসনের মধ্যে ৬৭টিতেই জামানত খুঁইয়েছেন কংগ্রেস প্রার্থীরা। মাত্র তিন জন নিজেদের জামানত বাঁচাতে পেরেছেন। আর ৭০ আসনের মধ্যে মাত্র একটি আসনে দ্বিতীয়স্থানে থেকেছেন কংগ্রেস প্রার্থী। বাকি ৬৯টি আসনে হয় তৃতীয় কিংবা চতুর্থ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেস প্রার্থীদের। তবে চারিদিকে এত নৈরাশ্য আর অন্ধকারের মধ্যে আশার আলো বলতে দলের ভোট শতাংশ গতবারের চেয়ে ২.১ শতাংশ বেড়েছে।

গত বছর লোকসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে হাত মিলিয়েই লড়েছিলেন রাহুল গান্ধিরা। তবে ঝুলি শূন্য থেকেই গিয়েছিল। এবার অবশ্য জোট হয়নি দু’দলের। আলাদাভাবেই লড়েছিল। কিন্তু সেই লড়াইয়ে এক দলকে হেরে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। অন্য দলকে টানা তিনটি বিধানসভা ভোটে ঝুলি খালি নিয়েই ফিরতে হয়েছে। এবারের ভোটে নিজেদের অস্তিত্ব জানান দিতে দিল্লির প্রথম সারির নেতাদের ভোট ময়দানে নামিয়েছিলেন রাহুল গান্ধিরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত, অলকা লাম্বা, প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব ফারহাদ সুরি, অভিষেক দত্তরা মাটি কামড়ে পড়েছিলেন ভোট ময়দানে। কিন্তু কোনও লাভ হয়নি। শুধুমাত্র জামানত বাঁচাতে পেরেছেন কস্তুরবা নগরের অভিষেক দত্ত, বাদলির দেবেন্দ্র যাদব এবং নাঙ্গলাই জাঠ থেকে লড়া রোহিত চৌধুরী।

২০০৮ সালে শেষ বার কংগ্রেস যখন দিল্লিতে জিতে সরকার গড়েছিল, সেবার ভোট পেয়েছিল ৪০.৩১ শতাংশ। ২০১৩ সালে এক ধাক্কায় সেই ভোট কমে দাঁড়ায় ২৪.৫৫ শতাংশে। ২০১৫ সালে তা আরও হ্রাস পেয়ে দাঁড়ায় ৯.৭ শতাংশ। গতবার আর্থা‍ৎ ২০২০ সালে ওই ভোটব্যাঙ্কও ধরে রাখতে পারেনি শতাব্দী প্রাচীন দলটি। এক ধাক্কায় ভোট কমে দাঁড়ায় ৪.৩ শতাংশে। এবার অবশ্য প্রাপ্ত ভোট বেড়েছে। ২.১ শতাংশ বেড়ে দাঁড়িযেছে ৬.৩৯ শতাংশে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নম্বর বাড়িয়ে দেওয়ার টোপে ছাত্রীদের ধর্ষণ, ৭২ ঘন্টা বাদে পুলিশি জালে হাথরসের অধ্যাপক

সিবিআই অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধাকে ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট, অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ কোটি

বিশ্বের সবচেয়ে দামি কুকুর! ৫০ কোটি দিয়ে কিনেছেন বেঙ্গালুরুর বাসিন্দা

ছত্তিশগড়ে জোড়া এনকাউন্টারে খতম ৩০ মাওবাদী, শহিদ এক ১ পুলিশ কর্মী

মোদি সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিল ইলন মাস্কের ‘এক্স’, সঙ্ঘাতের কারণ কী?

ধর্ষণ মামলার শুনানিতে পুলিশের উপর রেগে গেলেন দেশের প্রধান বিচারপতি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর