27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:46 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোররাতে গায়ে একটা চাদর না জড়ালেই নয়। সকালে হাল্কা কুয়াশা। দুপুরে সেই গা জ্বালা-জ্বালা ভাব নেই। রোদ গায়ে মাখতে মন্দ লাগে না। শীত দ্বারপ্রান্তে। অন্তত পারদের ওঠা-নামা তারই ইঙ্গিত দিচ্ছে।
বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৭৯ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। আগামীদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও হ্রাস পাবে।
দিল্লি ছাড়াও অন্যান্য শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ধীরে হলেও কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, এ বছর শীত খুব তাড়াতাড়ি আসবে।
তবে রাজধানীতে দূষণের মাত্রা এখনও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৯। পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।