24ºc, Haze
Wednesday, 1st February, 2023 12:45 am
নিজস্ব প্রতিনিধি, রায়পুর: কয়লা খনি থেকে তোলাবাজির দায়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপসচিবকে গ্রেফতার করলেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ধৃত আধিকারিকের নাম সৌম্যা চৌরাসিয়া। শুক্রবার বেশ কয়েক ঘন্টা জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আমলাকে গ্রেফতার নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। যদিও রাজ্যের কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডির মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে ব্যবহার করছে মোদি সরকার।
ছত্তিশগড়ে অবৈধ কয়লা খনি থেকে তোলাবাজির অভিযোগে গত বছর খানেক ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি টন কয়লা তোলার জন্য ২৫ টাকা করে লেভি তোলা হয়েছে বলে অভিযোগ। রাজ্যের বেশ কয়েকজন সিনিয়র আমলা ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ী ওই অবৈধ তোলাবাজির সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারীদের। গত দুই মাস বেশ কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপসচিব সৌম্যা চৌরাসিয়াকে জেরা করা হয়। এমনকী আয়কর দফতরের পক্ষ থেকেও রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আমলার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।
যদিও অবৈধ কয়লা খনি থেকে তোলাবাজির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন সৌম্যা চৌরাসিয়া। উল্টে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর উপসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্যই তাঁকে ইচ্ছাকৃতভাবে হেনস্তা করা হচ্ছে। গত রবিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইডি, আয়কর দফতর সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন।