এই মুহূর্তে




অমরনাথ যাত্রার আগেই জঙ্গি-সেনা সংঘর্ষে কেঁপে উঠল উধমপুর, শুরু এনকাউন্টার




নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার পর থেকেই কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় আরও কঠোর হয়েছে। এদিকে আগামী সপ্তাহেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। প্রতিবছর অমরনাথ যাত্রার জন্যে অপেক্ষায় থাকে ভক্তরা। আর প্রতিবছর শ্রাবণ মাসের শুরুর আগেই অমরনাথ যাত্রা শুরু হয়। দেশের কোণে কোণে থেকে এই যাত্রায় সামিল হয় ভক্তরা। তবে এ বছর অমরনাথ যাত্রার ঠিক এক সপ্তাহ আগেই উত্তপ্ত হয়ে উঠেছে উধমপুর। জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) ভোর থেকে উধমপুর জেলার বসন্তগড়ের কুরু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের ব্যাপক সংঘর্ষ চলছে।

নিরাপত্তা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বিহালি’। বর্তমানে যে এলাকায় অভিযান চলছে তার নামানুসারে এই অভিযানের নামকরণ করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পাল্টা গুলি চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং @JmuKmrPolice বসন্তগড়ের বিহালি এলাকায় একটি যৌথ অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীদের মারতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। অপারেশনটি বর্তমানে চলছে।

৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। হিন্দুদের এই পবিত্র যাত্রার ঠিক আগ মুহূর্তেই এই ঘটনা আবারও দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে! অমরনাথ যাত্রা শেষ হবে ৯ আগস্ট। শেষ হওয়া যাত্রার সময় বিপুল সংখ্যক তীর্থযাত্রী অমরনাথ গুহা মন্দিরে ভিড় করবেন বলে আশা করা যাচ্ছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ২৬ জন নাগরিক। এর প্রতিশোধ তুলতে পাকিস্তানে অপারেশন সিঁদুর হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকে কাশ্মীর ঘোর নিরাপত্তায় মুড়ে রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ