এই মুহূর্তে

মমতার গোয়া সফরের আগেই অশান্তি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: ২৮ অক্টোবর অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর। আর তার ঠিক আগেই অশান্তি ছড়াল গোয়ায়। অভিযোগ, গোয়াতে ছেঁড়া হয়েছে নেত্রীর একাধিক ছবি এবং ফ্লেক্স। এই ঘটনার তীব্র নিন্দা করে মঙ্গলবার সকালেই একটি টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, এই হিংসার ঘটনায় ক্ষতি হচ্ছে স্থানীয় ভেন্ডারদের। 

অন্যদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন অপর তৃণমূল নেতা সৌগত রায়। গোয়ার অশান্তির ঘটনার নিন্দা করে এদিন তিনি জানিয়েছেন, এই বিষয়ে একটি অভিযোগ পত্র রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে। 

অন্যদিকে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগের দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর মদতেই গোয়ায় তৃণমূলের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আর তাই অবিলম্বে সাওয়ান্তের ইস্তফার দাবিতে গোয়ার রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবে তৃণমূলের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন সৌগত রায়, বাবুল সুপ্রিয় এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালারিও। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক খোদ। তাঁর দাবি, রাজ্যের সমস্ত সরকারি কাজেই দুর্নীতির ছাপ রয়েছে। এর প্রতিবাদ করাতেই তাঁকে গোয়ার রাজ্যপাল পদ থেকে সরিয়ে মেঘালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

এই অভিযোগকে সামনে এনেই গোয়ার মুখ্যমন্ত্রীর প্রদত্যাগের দাবি জানিয়ে একটি অভিযোগপত্র জমা দিতে চলেছেন তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের দাবি, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে পদত্যাগ করতে হবে। এর পাশাপাশি একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জানাবে তৃণমূলের প্রতিনিধি দল। এই দাবিতে আজ গোয়ার বর্তমান রাজ্যপাল শ্রীধরণ পিল্লাইয়ের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ দিন আগেই জেলে বিষ মেশানো খাবার দেওয়ার অভিযোগ করেছিলেন মুখতার

‘অস্বাভাবিক মৃত্যু’ জেলবন্দি বাহুবলী নেতার, উত্তরপ্রদেশজুড়ে জারি সতর্কতা

কমল-পুত্র নকুলের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি

ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

শঙ্খ ছেড়ে পদ্ম হাতে নবীনের সাংসদ  

ইনি তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী, সম্পত্তি কত জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর