এই মুহূর্তে




লুকিয়ে প্রেমিকের সঙ্গে পরকীয়ায় ব্যস্ত স্ত্রী! আচমকাই হাজির স্বামী

 

নিজস্ব প্রতিনিধি: পরকীয়ার জেরে প্রাণ গেল তিনজনের। বিবাহ বহিভূর্ত সম্পর্কের জেরে মর্মান্তিক পরিস্থিতি ঘটল ঝাড়খণ্ডে। ঘটনার তদন্ত করতে গিয়ে বাকরুদ্ধ পুলিশের কর্তারা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে মোহননগর এলাকার খালারি থানার অন্তর্গত। এক যুবক প্রকাশ নামের অবৈধ সম্পর্ক ছিল কৌশল্যা দেবী নামের এক মহিলার সঙ্গে। যিনি আবার বিবাহিত। তাঁর স্বামী দেবপ্রসাদ মেহের সিসিএলের কর্মচারী। দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্ক ছিল প্রকাশ ও কৌশল্যার। গত মঙ্গলবার রাতে আচমকাই প্রকাশ কৌশল্যার বাড়িতে যায়। আর সেই সময় বাড়িতে ছিলেন কৌশল্যার স্বামী দেবপ্রসাদ মেহের। আর তারপরেই ঘটে বিপত্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশল্যার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁর স্বামী ও প্রেমিকা। যার জেরে একে ওপরকে খুন করে ফেলেন তিনজনেই। ঘটনায় চোখে ছুরি গুঁজে যাওয়ায় গুরুতর আহত হন দেবপ্রসাদ ও কৌশল্যার মেয়ে। ঘটনার জানাজানি হওয়ায়, পুলিশ গিয়ে প্রকাশ ও কৌশল্যার দেহ উদ্ধার করে। চিকিৎসার জন্য দেবপ্রসাদকে হাসপাতালে পাঠালে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বাচ্চা মেয়েটির চোখে গুরুতর আহত আঘাত লাগায় দ্বারকা হাসপাতাল থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ থেকে ৯ টার মধ্যে। প্রতিবেশীদের মারফত খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘরের ভিতরে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তিনজনকেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহিভূর্ত সম্পর্কের জন্যই এই ঘটনা ঘটেছে। যদিও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদের। প্রকাশ, দেবপ্রসাদের অফিসের বন্ধু। সেই সূত্রেই তাঁর সঙ্গে আলাপ বলে জানা গিয়েছে। প্রেম করার জন্যই গত মঙ্গলবার চুপিচুপি কৌশল্যার সঙ্গে দেখা করতে যান প্রকাশ। আর তখনই হাজির হন দেবপ্রসাদ ও দু’জনকেই হাতেনাতে ধরে ফেলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য, উমরের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করল NIA

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকেও মুক্তি দিল NIA

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ