এই মুহূর্তে




অলৌকিক, বলি চড়াতে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু চার জনের, বেঁচে গেল পাঁঠা




নিজস্ব প্রতিনিধিঃ অলৌকিক ঘটনা! ছাগল বলি দেওয়ার জন্যে SUV গাড়িতে চেপে গন্তব্যে যাচ্ছিলেন ছয় সদস্যের এক পরিবার। কিন্তু গাড়িটি এতটাই দ্রুতগতিতে ছিল যে, গন্তব্যে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিং ভেঙে ৩০ ফুট নিচে শুকনো নদীতে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা চারজন। আর ২ জন গুরুতর আহত হন। কিন্তু অদ্ভূতভাবে বেঁচে যায় বলির জন্যে গাড়িতে থাকা নিরীহ ছাগলটি। এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায়। জানা গিয়েছে, পুজোর পর ওই ছাগলটিকে বলি দেওয়ার জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু অদ্ভূতভাবে ব্রিজ ভেঙে পড়ায় ছাগলটি বেঁচে যায়, তাকে যারা নিয়ে যাচ্ছিল বলির জন্যে, তাঁরা মারা যান।

বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ জব্বলপুর জেলা সদর দফতর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চরগাওয়ান-জব্বলপুর সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময় গাড়িটিতে প্যাটেল পরিবারের ছয়জন সদস্য ছিলেন। যারা নরসিংহপুরে দাদা দরবারে শ্রদ্ধা নিবেদন করার পরে উৎসর্গীকৃত একটি ছাগল ও মোরগ নিয়ে জব্বলপুরে ফিরছিলেন। বাড়িতে ফিরে বাবার প্রসাদ হিসেবে ওই প্রাণীদের বলি দিয়ে সবাই মুরগী এবং পাঠার মাংসের ভোজ খাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। অলৌকিকভাবে বেঁচে গেল নরসিংহপুরে দাদা দরবারে উৎসর্গীকৃত ছাগলটি। ঘটনায় পুলিশ জানিয়েছে যে, গাড়িটিতে থাকা মুরগী দুর্ঘটনায় মারা গিয়েছে, ছাগলটির কান কেটে গেলেও সে বেঁচে গিয়েছে। কিন্তু পরিবারের চার সদস্য মারা যায়। প্রাথমিক তদন্ত অনুসারে, SUV গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে এসইউভিটি রেলিং ভেঙে শুকনো নদীর তলদেশে পড়ে যায়। আর বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসীরা সেখানে পৌঁছয়।

দুর্ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে চরগাওয়ান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাড়ির ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার করে এবং মৃতদেহগুলি বের করে। এই মূহুর্তে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের নাম কিষাণ প্যাটেল (৩৫), মহেন্দ্র প্যাটেল (৩৫), সাগর প্যাটেল (১৭) এবং রাজেন্দ্র প্যাটেল (৩৬) এর। আরও দুই আরোহী, জিতেন্দ্র প্যাটেল (৩৬) এবং মনোজ প্রতাপ (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের তাৎক্ষণিকভাবে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, নিহত এবং আহতরা সকলেই চৌকিতাল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের মুকুটে নয়া পালক, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ হল গীতা

”আপকে য্যায়সা কোই নেহি”, ইতালির প্রধানমন্ত্রী মেলোনির প্রেমে মজেছেন ট্রাম্প’

‘ক্রিকেটাররা আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে’, বিস্ফোরক দাবি ‘ছেলে থেকে মেয়ে হওয়া’ আনায়ার

জ্বর-মাথাব্যথার ওষুধও রয়েছে তালিকায়! ‘ভয়ংকর ক্ষতিকর’ ৩৫টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র

জগন্নাথ মন্দিরের ধ্বজা ছিনিয়ে নিল ঈগল! রহস্যে মোড়া অলৌকিক ঘটনা

বিতর্কে ‘জাঠ’, সানি দেওল-রণদীপ হুডার বিরুদ্ধে দায়ের এফআইআর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর