এই মুহূর্তে




দিল্লিতে চাঞ্চল্য! বন্ধ ঘরে ৪ জনের রহস্যজনক মৃত্যু, দমবন্ধ হয়ে প্রাণহানির আশঙ্কা




নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা! একই বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের ৪ জনের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, শনিবার (৫ জুলাই) দিল্লির দক্ষিণপুরী এলাকায়। যেখানে একটি বাড়ি থেকে চারটি মৃতদেহ পাওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তথ্য অনুযায়ী, নিহত চারজনই পুরুষ। তাঁদের মধ্যে দুই ভাইও রয়েছেন। সুতরাং চারজনই আত্মীয়। তারা সকলেই এসি মেকানিকের কাজ করতেন।

জানা গিয়েছে, আজ সকালে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় প্রতিবেশীদের মধ্যে সন্দেহ হয়। এবং তাঁরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। কিন্তু তাঁরা আত্মহত্যা করেছেন নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘক্ষণ দরজা না খোলায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন তাঁরা। কারণ পুলিশ দরজা ভেঙে দেখতে পান, ঘরে সমস্ত দরজা-জানালা বন্ধ ছিল। কোনও বায়ুচলাচল করছিল না। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই সকলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বর্তমানে পুলিশ একটি মামলা দায়ের করেছে। এবং তদন্ত শুরু করেছে। আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডেকে পাঠিয়েছে।

এই ঘটনায় তদন্তাধীন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের মৃত্যুর কারণ এই মুহূর্তে স্পষ্ট নয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর পরিস্থিতি স্পষ্ট হবে। তাঁদের মৃত্যুর কারণ জানা যাবে। ততক্ষণ পর্যন্ত আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়ের করা হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিচয় ভাঁড়িয়ে ‘আব্দুল’ হয়ে গেলেন ‘নেহা’, ১০ বছর ঘাঁপটি মেরে বসবাসের পর গ্রেফতার বাংলাদেশি যুবক

পঞ্জাবে জোর ধাক্কা আপের, দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন খারারের বিধায়ক

স্কুল পড়ুয়াদের যৌন হয়রানি ও অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার ৫৯ বছর বয়সী শিক্ষক

‘দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন’, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় লিখে পাইলট ফেডারেশনের তোপের মুখে দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ