নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে এবার জলের তোড়ে ভেসে গেল যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের যবতমাল জেলাতে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও ৪ জন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টার দিকে মহারাষ্ট্রের যবতমাল জেলার দহগাঁও সেতুর ওপর দিয়ে যখন বাস্তি যাচ্ছিল তখনই সেটা জলের তোড়ে ভেসে যায়। ওই বাসটির মধ্যে ৪ জন যাত্রী ছাড়াও বাসচালক এবং কন্ডাক্টর ছিলেন। তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হলেও বাসের ৪ জন যাত্রী এখনও নিখোঁজ।
উল্লেখ্য, মহারাষ্ট্রের ওই জেলায় বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যেই একাধিক রাস্তা, জাতীয় সড়ক জলের তলায়। যবতমাল জেলার দহগাঁও সেতুটিও বর্তমানে প্লাবিত। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই প্লাবিত সেতুর ওপর দিয়েই একটি প্রাইভেট বাস নাগপুর থেকে নান্দেড যাচ্ছিল। হঠাৎই বাসটি জলের তোড়ে ভেসে যায়। জলের স্রোত এতটাই বেশী ছিল যে বাসটি প্রায় ৫০ মিটার ভেসে যায়। সেই সময় বাসের মধ্যে চালক এবং কন্দাক্ত্রনিয়ে মোট ৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৪ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি।