নিজস্ব প্রতিনিধি: চলতি মাস অর্থাৎ অক্টোবর হচ্ছে উৎসবের মাস। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাসহ গোটা দেশজুড়েই একাধিক পরব-পার্বণ রয়েছে এই মাসে। আর ঠিক তারপরেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত কলেজ। করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন এমন পড়ুয়াদের নিয়ে আগামী ১৮ অক্টোবর থেকে খুলছে কলেজ। শনিবার এমনটাই ঘোষণা করল কেরল সরকার।
শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বসেছিলেন একটি জরুরি বৈঠকে। সেই বৈঠক শেষে একাধিক কোভিড বিধি শিথিল করার কথা ঘোষণা করা হয় কেরল প্রশাসনের তরফ থেকে। শুধু কলেজ নয় জানানো হয় চলতি মাসের ২৫ তারিখ থেকেই খুলছে কেরলের সমস্ত সিনেমা এবং থিয়েটার হল। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর পরে পেক্ষাগৃহ খোলার অনুমতি দিল কেরল সরকার। তবে সেক্ষেত্রেও কিছু বিধি নিষেধ বহাল রাখা হয়েছে। ৫০ শতাংশ দর্শক এবং সামাজিক দূরত্ব মেনে খোলা হবে এই সমস্ত হল। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে এরপর থেকে কেরলের সমস্ত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে ৫০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। তবে তার বেশি লোকসংখ্যা নিয়ে কোনও জমায়েত হলে তাঁদের বিরুদ্ধে কোভিড বিধি লঙ্ঘনের জন্য কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত সপ্তাহেই কেরল প্রশাসন নভেম্বরের ১ তারিখ থেকে স্কুল খোলার অনুমতি দিয়েছিল। তবে আপাতত ছোটদের স্কুল বন্ধ রাখার ই নির্দেশ দেওয়া হয়েছে।
তবে চিন্তার বিষয় এই যে, এই মুহূর্তে দেশের মধ্যে সবথেকে খারাপ জায়গায় রয়েছে কেরলের করোনা পরিস্থিতি। বিজয়নের রাজ্যে এখনও করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজারের উপরেই রয়েছে। কেন্দ্রের হিসাব বলছে গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৮৩৪ জন। দৈনিক মৃতের সংখ্যার নিরিখেও প্রথম স্থানেই কেরলের অবস্থান। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় শুধুমাত্র কেরলে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯৫ জন। এই নিয়ে কেরলে ২৫১৮২ জন করোনায় প্রাণ হারালেন।