এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



মুম্বইয়ের লালবাগে পুজো কার্তিকের, সলমনের বাড়িতে শুরু গণেশ উৎসব



নিজস্ব প্রতিনিধি: আজ গণেশ চতুর্থী। গোটা দেশ মেতে উঠেছে গণেশ আরাধনায়। বাদ নেই তারকারাও। মুম্বই সেলিব্রিটিরা ইতিমধ্যেই গণেশ প্রস্তুতিতে মত্ত। বলিউড তারকারা বাড়িতেই গণপতি বাপ্পাকে স্বাগত জানিয়েছেন। শিল্পা শেঠি থেকে অনন্যা পাণ্ডে, সলমন খানের বোন অর্পিতা খান, রাজ কুমার রাও-সহ একাধিক সেলিব্রিটিরা বাড়িতেই গণেশ উৎসব পালন করছেন। আজ সকাল সকাল ঐতিহ্য অনুসরণ করে, কার্তিক আরিয়ান মুম্বইতে লালবাগের গণেশ রাজাকে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকে অভিনেতার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রতি বছরই মুম্বইয়ের লালবাউগচার গণেশ রাজাকে দেখতে সমস্ত বলিউড সেলিব্রিটিরা উপস্থিত হন।

শাহরুখ খান থেকে সলমন খান, কাজল, দীপিকা পাড়ুকোন সকলেই বাপ্পার আশীর্বাদ চাইতে সেখানে পৌঁছন। মুম্বইয়ের অতি প্রাচীনতম এবং জনপ্রিয় গণপতি প্যান্ডেলগুলির মধ্যে একটি, লালবাউগচা রাজার পুজো৷ এদিন বাপ্পার দর্শনের জন্য, কার্তিক সাদা পায়জামার সঙ্গে লাল কুর্তা এবং একজোড়া কোলহাপুরী চপ্পল পরেছিলেন।

এমনকী অভিনেতাকে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ জপ করতেও দেখা গিয়েছে। এত ব্যস্ততার মধ্যেও বাপ্পার দর্শন নিতে ভোলেন নি নায়ক। কার্তিক আরিয়ানকে শেষ দেখা গিয়েছিল ‘সত্যপ্রেম কি কথা’, সহ-অভিনেতা ছিলেন কিয়ারা আদভানি। তাকে পরবর্তীতে দেখা যাবে কবির খানের পরিচালনায় ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ। এছাড়াও তাঁর পাইপলাইনে রয়েছে হানসাল মেহতার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ এবং আনিস বাজমীর ‘ভুল ভুলাইয়া 3’।

ওদিকে গণেশ চতুর্থী বাপ্পাকে বাড়িতে আনলেন সুপারস্টার সলমন খানের পরিবার, তাঁর বোন এবং মা তাঁদের বাড়িতে ভগবান গণেশের পূজা করেন। শুভ দিনে, অভিনেতার বোন অর্পিতা খান এবং আলভিরা অগ্নিহোত্রী এবং মা সালমা খানকে তাঁদের বান্দ্রার বাড়িতে দেখা গিয়েছে। অর্পিতা এবং আলভিরা উভয়েই ঐতিহ্যবাহী সালোযারে সেজেছিলেন, যেখানে অর্পিতা একটি হালকা গোলাপী স্ট্রাইপড কুর্তা বেছে নিয়েছিলেন, প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার আলভিরা একটি সাদা কুর্তা পরেছিলেন। 

মঙ্গলবার, অজয় দেবগনতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে ভগবান গণেশের কাছ থেকে আশীর্বাদ চাইতে দেখা গিয়েছিল। তাঁর পরনে ছিল নীল-সাদা চেক শার্ট। ক্যাপশনে লেখা ছিল, “দুখ হর্তা, সুখ কর্তা, বুদ্ধি বিধাতা। শুধু এই দিনই নয়, প্রতিটি দিনই শুরু হোক বাপ্পার আশীর্বাদে। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা (হাত ভাঁজ করা ইমোজি)। গণপতি বাপ্পা মোরেয়া!!”

অক্ষয় কুমার টুইটারে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, “আমরা আজকে আমাদের ঘরে এবং হৃদয়ে ভগবান গণেশকে স্বাগত জানাই, তিনি যেন সকল বাধা দূর করে আমাদের জীবনকে আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।”

সিদ্ধার্থ মালহোত্রা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে গণেশ চতুর্থীতে তাঁর ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। 

এদিকে, শিল্পা শেঠিও হাত গুটিয়ে গণেশ মূর্তির পাশে নিজের একটি ছবি শেয়ার করেছেন। তাঁর বাড়িতেই পুজো হচ্ছে। 

অন্যদিকে সুনীল শেঠি টুইট করেছেন: “গণপতি বাপ্পার আগমন আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান নিয়ে আসুক। সকলকে আনন্দদায়ক এবং শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা!” 

অনুষ্কা শর্মা, সঞ্জয় দত্ত, কার্তিক আরিয়ান এবং নীল নীতিন মুকেশ সহ অন্যান্য সেলিব্রিটিরাও গণেশ চতুর্থীতে তাঁদের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

গায়ক আরমান মালিক কিছুদিন আগেই তাঁর বাগদানের কথা প্রকাশ্যে এনেছেন। গণেশ চতুর্থী উপলক্ষে তিনি তাঁর হবু স্ত্রী আশনার সঙ্গে মুম্বইতে একটি আবাসান ক্রয় করলেন।

রাজকুমার রাও ও অনন্যা পাণ্ডেও তাঁদের বাড়িতে গণেশ পুজোয় অংশগ্রহণ করেছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।



Published by:

Sushmitaa

Share Link:

More Releted News:

সিকিমে ভয়াবহ বন্যায় নিহত ১৪, নিখোঁজ ১২০

‘মরনা মঞ্জুর হ্যায়, ডরনা নেহি’, গ্রেফতারের পরে ভিডিয়ো বার্তা সঞ্জয়ের

গান্ধি পরিবারে নয়া সদস্য, মা সোনিয়াকে বিশেষ উপহার রাহুলের

পরীমণির নাকি দুটো বাচ্চা-সহ তিন-চারটি জামাই আছে?

শুরুতেই ধামাকা, ‘কফি উইথ করণ’-এর প্রথম এপিসোডের অতিথি কারা জানেন?

আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করল ইডি

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর