17ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:54 am
নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে নেতাজি। ২৩ জানুয়ারি দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে নেওয়া হয় একাধিক কর্মসূচি।স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য রাজ্যের পাশাপাশি গুজরাতেও নেতাজিকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এক বিজেপি নেতা নিজের ফেসবুক পেজে নেতাজিকে আতঙ্কবাদী বলে সম্মোধন করেন। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে নানা প্রান্ত থেকে শুরু হয় নিন্দা।সেই নিন্দার ধাক্কায় ওই বিজেপি বিধায়ক নিঃশর্তে ক্ষমা চেয়ে নেন। জানান, এটা নাকি তাঁর অনিচ্ছাকৃত ত্রুটি।
এই কদর্য মন্তব্য গুজরাত বিধানসভা আনন্দ সংসদীয় কেন্দ্রের বিধায়ক যোগেশ আর প্যাটেলের। তিনি তাঁর ফেসবুক পেজে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তাঁকে আতঙ্কবাদী বলে সম্বোধন করেন।বিধায়ক অবশ্য পরে ক্ষমা চেয়ে নেন। বলেন, ভুল অনুবাদের ফলেই এই ত্রুটি। জানিয়েছে, ইংরেজি থেকে গুজরাতি ভাষায় অনুবাদ করতে গিয়ে এই ভুল হয়ে গিয়েছে। এটাই ইচ্ছাকৃত নয়। অনিচ্ছাকৃত ত্রুটি।
কী লিখেছেন এই পদ্মনেতা? নেতাজির পদবি বসু উল্লেখ করে পদ্মনেতা বলেন, বোস একটি আতঙ্কবাদী সংগঠনের সদস্য ছিলেন। কংগ্রেস নেতা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেন। সমাজতত্ত্বে বিশ্বাস ছিল।
সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট দ্রুত ভাইরাল হলে চারিদিক থেকে শুরু হয় ছ্যাঃ ছ্যাঃ। পোস্টে কড়া ভাষায় বইতে শুরু করে নিন্দার স্রোত। পরে তিনি ক্ষমা চেয়ে নেন।
আরও পড়ুন এক লক্ষ টাকার নোটে নেতাজির ছবি