এই মুহূর্তে




মোদি রাজ্যে রথযাত্রায় ভিড় দেখে বিগড়ে গেল গজরাজ, তার পর যা ঘটল….




নিজস্ব প্রতিনিধিঃ আনন্দের রথযাত্রা মূহুর্তেই বিষাদে পরিণত হল। শুক্রবার (২৭ জুন) সকালে গুজরাতের রাজধানী আহমেদাবাদে চরম দুর্ঘটনা ঘটে গেল। এবং ভগবান জগন্নাথজীর ১৪৮তম মহা রথযাত্রায় আতঙ্কের ঢেউ বয়ে গেল। এদিন রথযাত্রার পবিত্র শোভাযাত্রার অংশ হিসেবে তিনটি হাতি অংশ নিয়েছিল। তবে হঠাৎ করেই প্রাণীর দল পালিয়ে খাদিয়া এলাকায় ছোটাছুটি করতে শুরু করে। আর তাতেই মূহুর্তে আতঙ্কের ঢেউ বয়ে যায় এলাকাজুড়ে। মহা রথযাত্রায় সামিল হওয়া দর্শকরা পদদলিত হওয়ার ভয়ে এলোপাথাড়ি ছুটতে থাকে। হাজার হাজার ভক্ত নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান, যা মুহূর্তের জন্য বিশ্বাসের উদযাপনকে আতঙ্ক পরিণত করে। হাতির তাণ্ডবে রীতিমতো ঘুম ছুটেছিল সেখান কার উপস্থিত ভক্তদের।

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে, “এক মিনিট আমাদের উল্লাস বন্ধ হয়ে যায়। দল থেকে ছুটে বিশালাকার হাতির দল আমাদের দিকে ছুটে আসছিল। যার ফলে আমরা সবাই দৌড়াতে শুরু করি। আমরা মুহূর্তের জন্যেই ভেবেছিলাম যে, ‘এটাই বোধহয় আমাদের শেষ যাত্রা। এখুনি হাতির পায়ে চাপা পড়ব।” বেশ কয়েক মিনিটে রথযাত্রা উৎসবের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে র জন্যে পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা মরিয়া হয়ে চেষ্টা করেছেন। তাৎক্ষণিকভাবে সমস্ত হুইসেল বাজানো বন্ধ করা হয়। যা প্রাণীদের আরও উত্তেজিত করেছিল। অনেক প্রচেষ্টার পর উত্তেজিত হাতিদের শান্ত করা হয়।

মাহুতরা হাতিদের ইনজেকশন দিয়ে শান্ত করে। তবে এটি একটি অলৌকিক ঘটনা ঘটতে পারত। তবে এটাই স্বস্তি যে, কেউ গুরুতর আহত হয়নি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পবিত্র পাহিন্দ অনুষ্ঠানের পর রথযাত্রার সূচনা করেছিলেন, যা প্রথমবারের মতো ভগবানকে সম্মাননা প্রদান করেছিল। এমনকী এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন। জামালপুর জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতিতেও অংশগ্রহণ করেছিলেন। জানা গিয়েছে, বিশ্বাস ও সংস্কৃতির এক দুর্দান্ত প্রদর্শনীতে ১৮টি হাতি, ভারতীয় ঐতিহ্য প্রদর্শনকারী ১০১টি ট্রাক, ৩০টি আখড়া, ১৮টি ভজন দল এবং ৩টি ব্যান্ড বাদক ছিলেন। হরিদ্বার, অযোধ্যা এবং নাসিক সহ ভারত জুড়ে হাজার হাজার সাধু-সন্ন্যাসী যাত্রায় যোগ দিয়েছিলেন, যা আধ্যাত্মিক উৎসাহকে আরও বাড়িয়ে তুলেছিল। সৌভাগ্যক্রমে, কর্মীদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ