33ºc, Clouds
Saturday, 21st May, 2022 8:23 am
নিজস্ব প্রতিনিধি, বারাণসী: মন্দির শহর বেনারসের বিখ্যাত জ্ঞানবাপী মসজিদের ভিডিও সমীক্ষা চলবে বলে জানিয়ে দিল আদালত। চলতি মাসের ১৭ তারিখের মধ্যে সমীক্ষা শেষ করে আদালতকে রিপোর্ট দিতে বলা হয়েছে। মসজিদ ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আদালত নিযুক্ত কমিশনার অজয় কুমার মিশ্রকে সরিয়ে দেওয়ারও দাবি ওঠে। আদালত ওই দাবি খারিজ করে দিয়েছে। আদালত এও বলেছে, ভিডিয়ো সমীক্ষা চলাকালীন কোনও ব্যক্তি বাধা দিলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। নিতে হবে আইনানুগ ব্যবস্থা।
জ্ঞানবাপী মসজিদ নিয়ে আদালতের এই রায়ের নেপথ্যে রয়েছে দিল্লির পাঁচ মহিলার দায়ের করা মামলা। রাখী সিং, লক্ষ্মী দেবী, সীতা সাহু-সহ পাঁচ মহিলা এই মসজিদের পাশে থাকা শৃঙ্গার গৌরী, গণেশ, হনুমানের মূর্তি রয়েছে। মামলা দায়ের হয় গত এপ্রিলে। মামলায় তারা আরও বলেন, কোনও ব্যক্তি যাতে ওই সব মূর্তি ক্ষতি করতে না পারে তার জন্য আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করুক। সেই মামলার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে।
ভারতের অন্যতম প্রাচীন মসজিদের মধ্যে জ্ঞানবাপী মসজিদ অন্যতম। বয়স সাড়ে তিনশো বছরের বেশি। মসজিদ খোলা হয়েছিল ১৬৬৪ সালে। মোঘল শাসক ঔরঙ্গজেবের আমলে তৈরি হয়েছিল এই মসজিদ। বছরের বছর ধরে দুই সম্প্রদায়ের মানুষ এই ধর্মস্থানে প্রার্থনা করে এসেছেন। আচমকাই এই প্রাচীন মসজিদকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। যার নেপথ্যে রয়েছে ভিডিয়োগ্রাফি। বেনারাস আদালত জানিয়ে দিল, ভিডিয়োগ্রাফি চলবে। কোনও প্রান্ত থেকে এই সমীক্ষার কাজে নিযুক্ত ব্যক্তিদের বাধা দেওয়া হলে প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন তাজমহলের ‘রহস্যঘেরা’ ২২ বন্ধ কক্ষ খোলার আর্জি খারিজ