নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই কমল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ২৪ অগস্ট সকাল আটটা থেকে শনিবার ২৫ অগস্ট সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯, ৬১৬। শুক্রবারের তুলনায় তা হ্রাস পেয়েছে ৫.৬ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শনিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯, ৬১৬ জন। একদিনে
(গত চব্বিশ ঘণ্টায়) সুস্থ হয়ে উঠেছেন ২৮, ৪৬ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ এক হাজার ৪৪২। মহামারী শুরুর দিন থেকে এদিন অবধি সুস্থ হয়েছেন মোট তিন কোটি ২৮ লাখ ৭৬ হাজার ৩১৯ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৪৬ হাজার ৬৫৮ জনের।