28ºc, Haze
Friday, 24th March, 2023 8:36 pm
নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) গ্রেফতার করতে পথে নামল বিশাল পুলিশ বাহিনী। অশান্তি রুখতে পঞ্জাবে (Punjab) করা হল ইন্টারনেট (Internet)।
কট্টরপন্থী প্রচারক এবং খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারের প্রস্তুতি শুরু করেছে পঞ্জাব পুলিশ। ইতিমধ্যে জলন্ধর থেকে তাঁর ছয় সহযোগীকে আটক করেছে পুলিশ। রাজ্যে অশান্তি রুখতে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্জাবের মোগা জেলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পঞ্জাবে বেশ কয়েক সপ্তাহ ধরে সক্রিয় হয়ে উঠেছিলেন অমৃতপাল সিং। সূত্রের খবর, রাজ্য সরকার অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জি২০ ইভেন্ট শেষ হওয়ার জন্য অপেক্ষা করেছিল।
সূত্রের খবর, সাত জেলার পুলিশ বাহিনী অমৃতপাল সিং এবং তার সহযোগীদের তাড়া করে এদিন। জলন্ধরের শাহকোটের মেহতপুর গ্রামে তাঁকে ঘিরেও ফেলে। পুলিশের তরফে শাহকোটের সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। গ্রামের সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য অমৃতপালের একজন সহযোগীর মুক্তির দাবিতে গত মাসে খালিস্তানি নেতার সমর্থকরা অমৃতসরের উপকণ্ঠে আজনালা থানায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। শনিবার ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধানের কিছু সমর্থক সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও শেয়ার করে দাবি করেছে যে পুলিশ তাদের তাড়া করছে। একটি ভিডিওতে অমৃতপালকে একটি গাড়িতে বসে থাকতেও দেখা গিয়েছে।
ইতিমধ্যে পঞ্জাব পুলিশের তরফে জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং আতঙ্ক না ছড়ানোর আবেদন করা হয়েছে। ভুয়ো খবর বা বা ঘৃণামূলক বক্তব্য না ছড়ানোর জন্যও আবেদন জানানো হয়েছে। টুইটারে পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ।