এই মুহূর্তে




মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি:  ইরান ইজরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের চাল বাণিজ্যে। প্রতি বছর হরিয়ানার কর্নাল এবং কৈথাল সহ অনেক শহর থেকে ইরানে প্রায় ১০ লক্ষ টন বাসমতি চাল রফতানি করা হয়। যুদ্ধের কারণে কান্দলা বন্দরে চালের চালান স্থগিত রাখা হয়েছে।

অল ইন্ডিয়া রাইস অ্যাসোসিয়েশনের সভাপতি সতীশ গোয়েল বলেছেন যে ইরান ভারত থেকে বাসমতি চাল কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় দেশ। এই বছর ভারত থেকে ৬০ লক্ষ টন চাল বিভিন্ন দেশে রফতানি করা হয়েছে। তাঁর মধ্যে ইরানও রয়েছে। এর মধ্যে ৩০-৩৫ শতাংশ এসেছে হরিয়ানা থেকে। ব্যবসায়ীরা সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন।

অল ইন্ডিয়া রাইস অ্যাসোসিয়েশনের প্রধান সতীশ গোয়েল বলেন, “গত কয়েকদিন ধরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশা করি শীঘ্রই এর সমাধান হবে। প্রতি বছর ভারত থেকে ১০ লক্ষ টন বাসমতি চান ইরানে যায়। গত দু’মাসেও ভাল রফতানি হয়েছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক দিনের জন্য যে চাল পাঠানোর কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে।”

চালের এমনই বীমা হয়, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কোনও বীমা নেই। তাই যুদ্ধ পরিস্থিতিতে রফতানি করতে গিয়ে পথে কোনও ঝামেলা হলেও বিপদে পড়তে হবে, এই ভয় এখন কাজ করছে চাল ব্যবসায়ীদের মনে।

সতীশ মনে করছেন এই যুদ্ধ এক নাগাড়ে চললে চালের ব্যবসা সত্যিই খুব ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে এও মনে করা হচ্ছে যে যুদ্ধ হলেও খাদ্যের তো প্রয়োজন হবেই। তাই হয়তো এই সংকট কেটে যাবে দ্রুত। ভারত সরকারের পক্ষ থেকে ইরানে চাল পাঠান এমন ব্যবসায়ীদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ২৪ জুন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও দেখা করবেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ