এই মুহূর্তে




বিহার নির্বাচন ২০২৫: বিজেপির মাস্টারস্ট্রোক, আলিননগর থেকে প্রচুর সংখ্যক ভোটে এগিয়ে মৈথিলী

নিজস্ব প্রতিনিধি: বিহার বিধানসভা নির্বাচনের এবার বিজেপির মাস্টারস্ট্রোক তারকারা। যার মধ্যে আছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর, ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব-সহ অনেকে। বিহারের মধুবনীর বাসিন্দা হলেন মৈথিলী ঠাকুর। সুতরাং বিহারের মানুষজনের কাছে তিনি খুব প্রিয়, সেই কারণেই বিজেপি বিহারের আলিনগর থেকে মৈথিলীকে প্রার্থী করেছে। ৬ এবং ১১ নভেম্বর দুই দফার ভোট শেষে শুক্রবার (১৪ নভেম্বর) বিহারের বহু অপেক্ষাকৃত বিধানসভা নির্বাচনের ফলাফল। সেইমতো সকাল ৮টা থেকেই নির্বাচনের গণনা শুরু হয়ে গিয়েছে। আর গণনার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লোকগায়িকা এবং আলিনগরের বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিনি ভোট গণনায় আলিননগর কেন্দ্র থেকে এগিয়ে আছেন।

একটি প্রতিবেদন অনুসারে, সকাল ১১টা পর্যন্ত, গায়িকা আলিনগর নির্বাচনী এলাকা থেকে ৪,৫৭৩ ভোটে এগিয়ে ছিলেন। তবে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (জেএসপি) গণনার প্রাথমিক রাউন্ডেই প্রভাব ফেলতে লড়াই শুরু করেছে। পাশাপাশি জেএসপি প্রার্থী বিপ্লব কুমার চৌধুরীও মৈথিলী ঠাকুরের চেয়ে পিছিয়ে রয়েছেন। বিহারে নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দেন মৈথিলী। এবং দলে যোগদানের মাত্র দুই দিন পরেই বিজেপি মৈথিলীকে আলিননগর থেকে প্রার্থী করে। তিনি জিতলে বর্তমান বিধায়ক মিশ্রী লাল যাদবের স্থলাভিষিক্ত হবেন। যিনি আইনি সমস্যার কারণে টিকিট নেননি। জানা গিয়েছে, মৈথিলীর নির্বাচনী হলফনামায় উল্লেখিত তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি। গত পাঁচ বছরে তার বার্ষিক আয় ১২.০২ লক্ষ টাকা থেকে বেড়ে ২৮.৬৭ লক্ষ টাকা হয়েছে। বিহারে ৬ এবং ১১ নভেম্বর দুটি ধাপে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি এবং সমস্ত প্রধান দলের প্রচারণা দেখা গিয়েছে। বিহারে মোট ৩৮টি জেলার ৪৬টি কেন্দ্রে ভোট গণনা চলছে।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) অনুসারে, সাহারসায় সর্বোচ্চ তিনটি কেন্দ্র, ছয়টি জেলায় দুটি করে কেন্দ্র এবং বাকি ৩১টি জেলায় একটি করে কেন্দ্র রয়েছে। চূড়ান্ত পর্যায়ে রাজ্যে ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে ৬৬.৯১ শতাংশ, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ।গণনায় বেশিরভাগ এক্সিট পোল বিজেপির নেতৃত্বে বর্তমান জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে। ২০২০ সালে, নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) ৪৩টি আসন, বিজেপি ৭৪টি আসন এবং আরজেডি ৭৫টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। সেদিকে কংগ্রেস ১৯টি আসন, সিপিআই (এমএল)এল ১২টি আসন এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম ৫টি আসন জিতেছিল। এবার দেখার পালা এবার সরকারের বদল হয় নাকি নতুন সরকার গঠন হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, হুঙ্কার মোদির

‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ