33ºc, Clouds
Saturday, 21st May, 2022 9:04 am
নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি: জনমত সমীক্ষার ফলকে ওপিয়াম পোল বলে কটাক্ষ করলেন নেতাজি-পুত্র (মুলায়ম সিং এই নামেই পরিচিত) অখিলেশ যাদব। সোমবার একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বুঝেই উঠতে পারছি না, এই সব জনমত সমীক্ষার ভিত্তি কী? ভোটের আগে এই ধরনের রিপোর্ট তো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা।’এই ধরনের সমীক্ষার রিপোর্ট যে তিনি একেবারেই পছন্দ করেন না, সেটা দ্বর্থ্যহীন ভাষায় জানিয়ে দিয়েছেন অখিলেশ।
সমীক্ষক দলকে তার পাল্টা প্রশ্ন, ‘এরা কেন জানতে চায় না বিজেপি রাজত্বে বেড়ে চলা মুদ্রাস্ফীতি নিয়ে? কেন তাদের প্রার্থীরা প্রচারে গেলে জনতার তাড়া খেয়ে চলে আসেন। কেন সরকারি প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করা গেল না, সে বিষয়ে কেন তারা জনগণের মতামত যাচাই করেন না? যে সরকার বাংলার তৈরি উড়ালপুলের ছবি ছাপিয়ে বেমালুম নিজেদের তৈরি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই সরকার ক্ষমতায় ফিরবে, না ফিরবে না, সেই সরকারকে কেন্দ্র করে তৈরি জনমত সমীক্ষার রিপোর্টের তো মানেই হয় না।’
জনমত সমীক্ষাকে ওপিয়াম পোল বলে অখিলেশের কটাক্ষকে কোনওভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলার সর্বশেষ বিধানসভা ভোটের আগে প্রচারমাধ্যমের একাংশের তরফ থেকেও জনমত সমীক্ষা করা হয়েছিল। সেই সব সমীক্ষার ফল বলেছিল, রাজ্যে পালাবদল অবসম্ভাবী। কেউ রুখতে পারবে না।
আর ভোটের ফল গণনার পর দেখা গেল চুপচাপ ফুলে ছাপ হয়ে গিয়েছে। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসীন হয়েছে ঘাসফুল শিবির।