এই মুহূর্তে




কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: আধুনিক প্রযুক্তির যুগে অসম্ভব বলে কিছুই নেই! বিশেষ করে, একগুচ্ছ টাকা-পয়সা এখন সঙ্গে করে ঘোরার দরকার নেই। তার জন্যে চলে এসেছে UPI পেমেন্ট সিস্টেম। গুগল পে, ফোন পে, আমাজন পে- এর মাধ্যমে যখন তখন বড় বড় অ্যামাউন্টের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। খুচরোর অসুবিধা থাকলেও নিমেষে তা মিটে যাচ্ছে UPI পেমেন্টের মাধ্যমে। সবরকম ক্রেতা- বিক্রেতাই এখন UPI-এর উপর নির্ভরশীল। এমনকী UPI-এর কিউআর কোডের মাধ্যমে উপহার দেওয়ার রীতিও বদলে যাচ্ছে। হ্যাঁ, সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর কারণেই এই প্রশ্নটি সবার মাথায় ঘোরাঘুরি করছে।

রীতি আছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়, অনেক নিমন্ত্রিত অতিথিই হাতে করে উপহার আনতে না পারলে পকেটে একটি টাকার খাম নিয়ে আসেন। সেটাই উপহার হিসেবে দেন। কিন্তু এখন এই রীতিই বদলে যাচ্ছে। কেন? সম্প্রতি কেরলের এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। যিনি তাঁর মেয়ের বিয়েতে কোনও আহামরি পোশাক নয়, বরং উপহার সংগ্রহ করার জন্যে QR কোড সংযুক্ত একটি শার্ট বেছে নিয়েছিলেন। আর পকেটের মধ্যে UPI-এর QR কোড ছাপিয়ে নিয়েছিলেন। যাতে অতিথিরা সরাসরি তাঁর শার্টের QR কোডে স্ক্যান করে উপহারের টাকা পাঠিয়ে দেন। আর ভিডিওতে তাঁকে তেমনটাই করতে দেখা যায়, তিনি অতিথিদের কাছে গিয়ে ওইভাবেই টাকা সংগ্রহ করছিলেন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কনের বাবার শার্টের পকেটে থাকা Paytm QR কোড স্ক্যান করে টাকা স্থানান্তর করছেন অতিথিরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীরা মজাদার মন্তব্য করতে শুরু করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এখন, ডিজিটাল ইন্ডিয়ার বিবাহ সংস্করণ!”

 

অন্য একজন মজা করে মন্তব্য করেছেন, “আর নগদ টাকা নয়, কেবল স্ক্যান এবং আচার!” অনেকেই এই পদক্ষেপকে বাস্তবসম্মত এবং পরিবেশবান্ধব বলে প্রশংসা করেছেন, কারণ এটি নগদ এবং কাগজ উভয়ই সাশ্রয় করে। তবে কিছু ব্যবহারকারী এই প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন যে বিয়ের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ডিজিটাল লেনদেন কিছুটা অদ্ভুত। এদিকে জানা যাচ্ছে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) অনুসারে, ১ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশে প্রায় ৪.৬ মিলিয়ন বিবাহ অনুষ্ঠিত হবে, যার ফলে প্রায় ৬.৫ ট্রিলিয়ন ডলারের ব্যবসা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ