এই মুহূর্তে




দুধের সঙ্গে থুতু মিশিয়ে বিক্রি, উত্তর প্রদেশে জিহাদের সিঁদুরে মেঘ দেখছে হিন্দু মহাসভা




নিজস্ব প্রতিনিধি, লখনউ: সারা ভারতে প্রতিদিন কতশত ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে কিছু ভাল, কিছু খারাপ। কিছু শিউরে ওঠার মতো, কিছু ঘটনা গা ঘিন ঘিন করা। সম্প্রতি উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে এমন একটি ঘটনার কথা জানা গিয়েছে যা শুনলে একইসঙ্গে রাগও হবে আবার গা ঘিনঘিন করে উঠবে। দুধের মধ্যে থুথু ফেলার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ মহম্মদ নামে এক দুধ বিক্রেতা আগে দুধের মধ্যে থুথু ফেলত, তারপর তা বিলি করত সবার মধ্যে। তার এই কর্মকাণ্ড একটি বাড়িতে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনার পর মানুষের মনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অল ইন্ডিয়া হিন্দু মহাসভার মুখপাত্র শিশির চতুর্বেদী এই প্রসঙ্গে বলেছেন, “আমরা ভিডিওটি দেখেছি, তার ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।”

তথ্য অনুযায়ী, পাপ্পু নামে এক ব্যক্তি নিজের নাম পরিবর্তন করে এবং পরিচয় গোপন করে দুধবিক্রেতা হিসেবে কাজ করছিলেন। তার উপর দুধের মধ্যে থুতু ফেলে তারপর সেই দুধ সে বিক্রি করত। হিন্দু মহাসভা এই পুরো বিষয়টি নিয়ে গোমতী নগর থানায় একটি মামলা দায়ের করেছে। একটি অভিযোগও দায়ের করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় অভিযুক্ত ব্যক্তিকে দুধে থুতু ফেলতে দেখা গিয়েছে।

যারা ওই দুধ বিক্রেতার থেকে দুধ নিতেন, সিসিটিভি ফুটেজ দেখার পর তাঁরা রীতিমতো আতঙ্কিত। নিজের নাম মহম্মদ হলেও সে সবাইকে নিজের নাম পাপ্পু বলেছিল। সিসিটিভি ফুটেজে দুধের বালতি নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মহম্মদকে।

দুধ দেওয়ার আগে বালতির ঢাকনা খুলে তাতে থুতু ফেলল সে। তারপর আবার ঢাকনা দিয়ে বাক্সটি বন্ধ করে দিল। সেই দুধই দেওয়া হল সংশ্লিষ্ট গ্রাহককে। এই পুরো বিষয়টি সম্পর্কে অখিল ভারত হিন্দু মহাসভার মুখপাত্র শিশির চতুর্বেদী বলেন যে আমাদের কাছে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দু মহাসভা এটিকে জিহাদ বলে অভিহিত করেছে। কী কারণে এমন নোংরা কাজ করত মহম্মদ তা খতিয়ে দেখতে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিচয় ভাঁড়িয়ে ‘আব্দুল’ হয়ে গেলেন ‘নেহা’, ১০ বছর ঘাঁপটি মেরে বসবাসের পর গ্রেফতার বাংলাদেশি যুবক

পঞ্জাবে জোর ধাক্কা আপের, দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন খারারের বিধায়ক

স্কুল পড়ুয়াদের যৌন হয়রানি ও অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার ৫৯ বছর বয়সী শিক্ষক

‘দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন’, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় লিখে পাইলট ফেডারেশনের তোপের মুখে দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ