এই মুহূর্তে

সাধারণের জন্য চালু লোকাল ট্রেন পরিষেবা, টিকা ছাড়া ‘নো এন্ট্রি’

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই সাধারণের জন্য চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এরপর থেকে সাধারণ মানুষ লোকাল ট্রেনে উঠতে পারবেন। কিন্তু ট্রেনে ওঠার জন্য করোনা টিকার দুটি ডোজ নেওয়াই বাধ্যতামূলক। করোনার সম্পূর্ণ টিকাকরণ না হলে এবং সেই সম্পর্কিত নথিপত্র অর্থাৎ টিকার দুটি ডোজের সার্টিফিকেট না থাকলে লোকাল ট্রেনে উঠতে দেওয়া হবে না।

মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি জারি করে জানানো হয়েছে, এতিদিন পর্যন্ত যারা বিভিন্ন জরুরিভিত্তিক পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরাই লোকাল ট্রেনের পরিষেবা ব্যবহার করতে পারতেন। কিন্তু এরপর থেকে যে সমস্ত সাধারণ মানুষ করোনার টিকার দুটি ডোজই নিয়েছেন তাঁরাও লোকাল ট্রেনে চড়তে পারবেন। কিন্তু এক্ষেত্রে তাঁদের কাছে থাকতে হবে করোনা টিকার সার্টিফিকেট। শুধু তাই নয়, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে কমপক্ষে ১৪ দিন অপেক্ষা করতে হবে তাঁদের। অর্থাৎ আজ টিকা নিয়ে কালই ট্রেনে ওঠা যাবে না। শেষ টিকা নেওয়ার ১৪ দিন পরে ট্রেনে চড়তে পারবেন তাঁরা।

বর্তমানে, সেন্ট্রাল রেলওয়ে এবং পশ্চিম রেলওয়ে ভিড় কমাতে প্রতিদিনের টিকিটের পরিবর্তে টিকাপ্রাপ্ত যাত্রীদের একটি মাসিক পাস প্রদান করছে। সেই পাস না দেখালে ট্রেনে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর থেকে সেন্ট্রাল রেলওয়ে এবং পশ্চিম রেলওয়ে একত্রে দিনে ১৭৭৪ টি ট্রেন এবং ১৩৬৭ টি লোকাল ট্রেন চালু করবে।

উল্লেখ্য, দেশের ওপর করোনার ঢেউ আছড়ে পড়ার পরেই ২০২০ সালের ২২ মার্চ থেকে বন্ধ হয়ে যায় মহারাষ্ট্রের লোকাল ট্রেন পরিষেবা। এরপর ১৫ জুন থেকে শুধুমাত্র আপৎকালীন বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা তাঁদের জন্য লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়। এবার আগামী ২৮ অক্টোবর থেকে সেই পরিষেবাই সর্বসাধারণের জন্য চালু করে দেওয়া হবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ দিন আগেই জেলে বিষ মেশানো খাবার দেওয়ার অভিযোগ করেছিলেন মুখতার

‘অস্বাভাবিক মৃত্যু’ জেলবন্দি বাহুবলী নেতার, উত্তরপ্রদেশজুড়ে জারি সতর্কতা

কমল-পুত্র নকুলের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি

ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

শঙ্খ ছেড়ে পদ্ম হাতে নবীনের সাংসদ  

ইনি তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী, সম্পত্তি কত জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর