এই মুহূর্তে




বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ, অভিযুক্ত IPS অফিসারকে খুঁজছে পুলিশ




নিজস্ব প্রতিনিধি, নাগপুর: চিকিৎসককে ধর্ষণের অভিযোগে আইনি বিপাকে আইপিএস অফিসার দর্শন দুগ্গাড়। নাগপুরের ইমাম ওয়াড়া থানায় ২০২১ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারে নিযুক্ত আইপিএস অফিসার দর্শন দুগ্গাড়ের বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছেন একজন তরুণী চিকিৎসক। বর্তমানে দর্শন দুগ্গাড় নন্দুরবার জেলার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে কর্মরত। তবে তাঁর ধর্ষণের অভিযোগ আনার পর থেকেই আত্ম গোপনে রয়েছেন দর্শন দুগ্গাড়। ভুক্তভোগী জানিয়েছেন, ২০২২ সালের নভেম্বরে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই আইপিএস অফিসারের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তখন সবেমাত্র তিনি MBBS ডিগ্রি অর্জন করেছেন। ডিজিটাল বন্ধুত্বের মাধ্যমে তাঁরা পরস্পরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

তখনও দুগ্গাড়ের চাকরি হয়নি, তরুণী চিকিৎসকই তাঁকে আর্থিক সহায়তা দিয়েছিলেন। এরপর দুগ্গাড় তাঁকে ছুটি কাটানোর অজুহাতে কেরলে আমন্ত্রণ জানান। এবং তিনি দর্শনের সঙ্গে দেখা করেন। এরপর তাঁরা একটি হোটেলে যান। সেখানে তরুণী চিকিৎসকের উপর জোর করে যৌন নির্যাতন চানাল বলে অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাগপুরেও একই রকম ঘটনা ঘটিয়েছিলেন অভিযুক্ত IPS অফিসার। তরুণীর দাবি, আইপিএস প্রস্তুতিপর্বে দর্শনকে আস্থা এবং সমর্থন জুগিয়েছিলেন। কিন্তু ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এবং ভারতীয় পুলিশ সার্ভিসে যোগদানের পর থেকেই দর্শনের আচরণ বদল হতে শুরু করে।

এরপর নির্বাচনের পর, দুগ্গাড়কে সরকারি প্রশিক্ষণের জন্য হায়দরাবাদে পাঠানো হয়। নির্যাতিতা তরুণী সেখানেও তাঁর সঙ্গে দেখা করেন। এবং দর্শনের নির্যাতনের শিকার হন। এরপর যখন তিনি দর্শনকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন, তখনই দুগ্গাড় তাঁর আসল রূপ দেখাতে শুরু করেন। তিনি তরুণীর বিয়ের প্রস্তাব কেবল তা প্রত্যাখ্যান করেননি, বরং তাঁকে জাতিগতভাবে অপমান করেন। এবং শারীরিক নির্যাতনের করেন। সবটাই থানায় জানিয়েছেন তরুণী চিকিৎসক। তিনি জানিয়েছেন, দুই বছরের বেশি সময় ধরে তরুণীকে শারীরিক-মানসিক নির্যাতন করেছেন আইপিএস অফিসার। এরপরেই তিনি বাধ্য হয়ে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুগ্গাড়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে ধর্ষণ, প্রতারণা, ফৌজদারি ভীতি প্রদর্শন, আক্রমণ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) এবং জাতিগত নির্যাতন। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দর্শনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে তিনি নিখোঁজ। তাঁকে খুঁজে বের করার জন্য দল মোতায়েন করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাস্তায় গাড়ি থামিয়ে বায়ুসেনার আধিকারিককে মারধর, স্ত্রীকে গালিগালাজ

‘বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল মা’, পুলিশকে বিস্ফোরক জবানবন্দি কর্নাটকের প্রাক্তন ডিজির ছেলে

দিল্লির মেয়র নির্বাচন থেকে পিছু হটল কেজরিওয়ালের দল, ওয়াকওভার পেল বিজেপি

কর-যুদ্ধের মধ্যেই দিল্লিতে পা রাখলেন ট্রাম্পের ডেপুটি জেডি ভান্স

বাড়ি থেকেই উদ্ধার কর্নাটকের প্রাক্তন ডিজির রক্তাক্ত দেহ, সন্দেহের তীর স্ত্রীর দিকে

জয়েন্টে দারুণ ফল, দেবদত্তা-অর্চিষ্মানকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর