27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:22 am
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ছেলের (Son) বউকে (wife) ধর্ষণ করেন তাঁর শ্বশুরমশাই। বউ পরে বিষ খেয়ে আত্মহত্যা করেন। ছেলে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ রুজু করলে আদালতে মামলা ওঠে। আদালত বাবা এবং ছেলেকে ডেকে পাঠায়। সমন পেয়ে ছেলেকে নিয়ে বাবা আদালতে হাজির হয়। আর সবার সামনে ছেলে বেদম মারে বাবা। এমনই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী তামিলনাড়ুর থুটুখুড়ি।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ছেলের(Son) বউকে ধর্ষণ করেন তাঁর ৬০ বছরের শ্বশুরমশাই তামিলালাগন। ছেলে কাশিরাজন বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ রুজু করলে আদালত বাবা এবং ছেলেকে হাজির হওয়ার জন্য সমন পাঠায়। সমন পেয়ে আদালতে (court) হাজির হন তামিলালাগন। ছেলে আগে থেকেই আদালতে (court) পৌঁছে যায়। হাতে ছিল লাঠি এবং ধারাল অস্ত্র। বাবাকে দেখে সে তাঁর ওপর চড়াও হয়। তামিলালাগনের সঙ্গে ছিল তাঁর আরও এক ছেলে এবং ভাইপো। তারা কাশিরাজনকে পাল্টা মারতে শুরু করে। গণপ্রহারে কোর্ট (court) চত্বরেই গুরুতর জখম হন কাশিরাজন। ঘটনায় আদালত চত্বরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। পরে আদালতের কর্মীরা কাশিরাজনকে হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদেই মৃত্যু হয় কাশিরাজনের। তামিলালাগনের বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি খুনের মামলাও রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেই তামিলালাগন তাঁর ছেলের ওপর চড়াও হয়েছিলেন। কিন্তু সে যাত্রায় কোনওরকমে রক্ষা পেলেও এবার আর রক্ষা পেলেন না।