এই মুহূর্তে




স্ত্রী ও শাশুড়িকে নগ্ন করে কালো জাদু, ছবি ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায়




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। স্মার্ট ফোন, কম্পিউটার, ল্যাপটপে মানুষ একদিকে আধুনিক হচ্ছে, অন্যদিকে নিমজ্জিত হচ্ছে কুসংস্কারের চোরা স্রোতে। শনিবার পুলিশ জানিয়েছে এমন এক ঘটনা যা কার্যত হাড়হিম করে দেয়। নভি মুম্বইয়ের ৩০ বছর বয়সী এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং শাশুড়ির নগ্ন ছবি ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার দাবি, শ্যালকের কিছুতেই বিয়ে না হওয়ায় নগ্ন ছবি তুলে কালো জাদু করেছিল সে। তারপর সেগুলিই ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ৩ জুলাই ভাশি থানায় এই সম্পর্কিত একটি মামলা দায়ের করা হয়। তারপর শুরু হয় তদন্ত। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ জানিয়েছে যে অভিযুক্তের নবি মুম্বইয়ের বাড়িতে চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই ঘটনাগুলি ঘটেছিল। সে উত্তর প্রদেশের দেবরিয়ার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল অভিযুক্ত নিজের স্ত্রী এবং শাশুড়িকে শ্যালকের বিয়েতে সাহায্য করার জন্য নগ্ন হয়ে কিছু আচার-অনুষ্ঠান পালন করতে বাধ্য করেছিল বলে অভিযোগ। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, “ওই ব্যক্তি স্ত্রী এবং শাশুড়িকে নগ্ন ছবি তুলতে বাধ্য করেন। পরবর্তীতে তাঁদের (অভিযোগকারীকে) সেই ছবিগুলি নিয়ে আজমিরে আসতে বলেন।”

“দুই মহিলা ছবিগুলি নিয়ে আজমিরে যাওয়ার পর, অভিযুক্ত ব্যক্তি তার বাবা এবং ভাইয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে স্ত্রী এবং শাশুড়ির নগ্ন ছবিগুলি পাঠায় বলে অভিযোগ,”- এমনটাই বলা হয়েছে এফআইআরে। পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা ৩৫১(২) (অপরাধ করে ভয় দেখানো), ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারা ও মহারাষ্ট্র মানব বলিদান সহ অন্যান্য অমানবিক, মন্দ এবং অঘোরি অনুশীলন সহ কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৩ এর অধীনে মামলা দায়ের করেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ