-273ºc,
Friday, 2nd June, 2023 4:43 am
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বজ্র আঁটুনি ফস্কা গেরো। ফের বিজেপি শাসিত কর্নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় ফাঁকের কঙ্কালসার চেহারা ধরা পড়ল। শনিবার দেবাঙ্গিরিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী রোড শো চলার মধ্যেই নিরাপত্তা ব্যারিকেড টপকে কনভয়ের দিকে ছুটে গিয়েছিলেন বাসবরাজ কাটাগি নামে এক ব্যক্তি। যদিও কনভয়ের কাছে পৌঁছনোর আগেই পুলিশ তাঁকে আটক করে। প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, সে প্রধানমন্ত্রীর ভক্ত ও বিজেপি সমর্থক। বাড়ি কোপ্পাল জেলায়।
আগামী মে-জুন মাসেই কর্নাটকে বিধানসভা ভোট হওয়ার কথা। ভোটের নির্ঘন্ট ঘোষণা না হলেও কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব কার্যত কোমর কষেই ঝাঁপিয়ে পড়েছে। এদিনই রাজ্যের ২২৪ বিধানসভা আসনের মধ্যে ১২৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। আর কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দাক্ষিণাত্যের রাজ্যে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, নির্বাচনী জনসভায় যোগ দিতে হুড খোলা জিপে চড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। আচমকাই এক ব্যক্তি রাস্তার ধারে থাকা ব্যারিকেড টপকে মোদির কনভয়ের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই তাঁকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। যদিও মোদির নিরাপত্তায় ফাঁক রাখার কথা মানতে চাননি পদস্থ পুলিশ আধিকারিক অলোক কুমার।
উল্লেখ্য, গত মাসেই হুবলিতেও ব্যারিকেড টপকে মোদির কাছে পৌঁছে গিয়েছিল এক কিশোর। মোদির হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার চেষ্টাও করেছিল। যদিও ওই কিশোরকে প্রথমে আটক করলেও পরে জেরা করে ছেড়ে দেয় পুলিশ।