নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সংবাদ শিরোনামে লব্ধপ্রতিষ্ঠ কবি মনোজ মুনতাসির। তাঁর বিরুদ্ধে অভিযোগ কবিতা চুরির। সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড এই কবি। ব্যঙ্গ-বিদ্রুপ-কটাক্ষের বন্যা।
মনোজ মুনতাসিরের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী?
সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে যে রাশি রাশি অভিযোগ জমা পড়েছে তার সারমর্ম হল একটি ইংরেজি কবিতা তিনি হিন্দিতে ভাবানুবাদ করে নিজের বলে চালিয়ে দিয়েছেন। ইংরেজি কবিতাটির শিরোনাম ‘কল মি’। আর মনোজ মুনতাসির এই কবিতাকে হিন্দি ভাবানুবাদের শিরোনাম ‘মেরি ফিতরত হ্যায় মস্তানা’। নেটিজেনদের অভিযোগ, ইংরেজিতে লেখা একটি কবিতার হিন্দি ভাবানুবাদকে একজন কবি নিজের সৃষ্টি বলে দাবি করেন?
নেটিজেরা দুটি কবিতায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনোজ মুনতাসিরকে তুলোধনা করেছেন। মুনতাসির গত কয়েকদিন ধরে চুপ ছিলেন। বিদ্রুপ আর কটাক্ষের এদিন জবাব দিয়েছেন। নেটিজেনদের জন্য টুইট করে তার পরামর্শ, ২০০ পাতার বই, ছায়াছবি-সহ চারশো গান থেকে আপনারা মাত্র চারটে লাইন খুঁজে বের করেছেন। আরও খুঁজুন। খুঁজতে থাকুন। আরও পাবেন। অনুসন্ধান বন্ধ রাখবেন না।
মনোজ মুনতাসিরের বিরুদ্ধে আরও অভিযোগ পাকিস্তানের একটি গানের ভাষা অদল-বদল করে নিজের বলে চালিয়ে দিয়েছেন। হিন্দি গানটি হল তেরি মিট্টি। কবি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
প্রশ্ন উঠছে, মনোজ মুনতাসিরের বিরুদ্ধে কেন গোছা গোছা অভিযোগ? কবি এই সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। উল্টে বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমায় নিয়ে চর্চা হচ্ছে শুনে আমার ভালো লাগছে।বলতে পারেন, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন কবে একজন সেলিব্রিটি কবি হয়ে উঠব। এখন মনে হচ্ছে সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে।’