এই মুহূর্তে




মেরঠ কাণ্ডে অভিযুক্ত মুসকান গর্ভবতী, নিশ্চিত করল আলট্রাসোনোগ্রাফি




নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরে এসেছিল মিরাটের বহুল আলোচিত সৌরভ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মুসকান রাস্তোগি গর্ভবতী। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন কারা কর্তৃপক্ষ। জেলের মধ্যেই তাঁর গর্ভাবস্থার পরীক্ষা করা হয়েছিল। সেখানেই প্রমাণিত হয় তিনি গর্ভবতী। এছাড়াও শুক্রবার মুসকানকে জেল থেকে বের করে সরাসরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর আলট্রাসোনোগ্রাফি এবং অন্যান্য চেকআপ করানো হয়। যার জন্যে প্রায় দুই ঘন্টা সময় লাগে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মুসকানকে হাসপাতাল থেকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়। আলট্রাসোনোগ্রাফিতে মুসকানের গর্ভাবস্থা নিশ্চিত করা হয়েছে। এখন থেকে মুসকানকে গর্ভবতী মহিলার মতো কারাগারে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। জানা গিয়েছে, মুসকানের গর্ভাবস্থার বয়স মাত্র ৫ থেকে ৬ সপ্তাহ। আসলে কয়েকদিন আগে জেলে মুসকানের স্বাস্থ্যের অবনতি ঘটলে জেল কর্তৃপক্ষ চিকিৎসা কর্মকর্তাকে একজন মহিলা চিকিৎসককে পাঠানোর সুপারিশ করেছিল।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ এসে জেলের মধ্যে মুসকানের গর্ভাবস্থা পরীক্ষা করেন। সেখানেই নিশ্চিত হয় যে, তিনি গর্ভবতী। এবং তিনি বলে যান যে, মুসকানের একটি আলট্রাসোনোগ্রাফি পরীক্ষার দরকার রয়েছে। আজ তাঁর আলট্রাসোনোগ্রাফির দিন ছিল। সেই মতো নির্ধারিত সময়ের আগেই জেল থেকে বের করে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুসকানকে। এবং সেখানে তাঁর আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা হয়। এবং তাঁর গর্ভাবস্থার শিলমোহর দেয় চিকিৎসকেরা। বিষয়টি জানাজানি হতেই নিহত সৌরভের পরিবার হতবাক হয়ে গিয়েছেন। সৌরভের ভাই বাবলু প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যদি মুসকানের গর্ভে বেড়ে ওঠা সন্তান তাঁর দাদা সৌরভের হয়, তাহলে অবশ্যই মুসকানের সন্তানকে তাঁরা দত্তক নেবেন। কিন্তু এর আগে শিশুটির DNA পরীক্ষা করা হবে। সেই রিপোর্টেই জানা যাবে, শিশুটি সৌরভের নাকি মুসকানের প্রেমিক সাহির শুক্লার। যদিও ইতিমধ্যেই মুসকান ও সৌরভ একটি ৬ বছরের কন্যার বাবা-মা। বাবার মৃত্যু এবং মায়ের হাজতবাসের পর সৌরভের পরিবারের মেয়েটির দায়িত্ব নিতে চাইছেন, কিন্তু মুসকানের পরিবার কিছুতেই তাঁদের নাতনিকে সৌরভের পরিবারের কাছে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তবে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে মুসকান পুরোপুরি সুস্থ। তাঁর স্বাস্থ্যগত গুরুতর কোনও সমস্যা নেই। তাঁর নেশার লক্ষণগুলিও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে মুসকানের গর্ভাবস্থা প্রসঙ্গে সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, ‘যখন মহিলা অপরাধী কারাগারে থাকেন, তখন নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বিশেষ করে যদি কোনও মহিলা গর্ভবতী হন বা এমন কোনও সম্ভাবনা থাকে, তাহলে জেল প্রশাসন সময়ে সময়ে তাঁর উপর নজর রাখে। মুসকানের ক্ষেত্রেও একই কাজ করা হবে। এছাড়াও মুসকান জেলে সেলাই শেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁকে সেলাই এবং সূচিকর্ম শেখানো হচ্ছে। তাই তিনি মানসিকভাবে স্থিতিশীল। এবং কারাগারের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছেন।’ প্রসঙ্গত, গত ৩ মার্চ রাতে, মুসকান রাস্তোগি তাঁর প্রেমিক সাহিলের সঙ্গে মিলে তাঁর নিজের স্বামী সৌরভকে হত্যা করেন। যিনি পেশায় জাহাজে কর্মরত ছিলেন। খুনের পর সৌরভের দেহ টুকরো টুকরো করে কেটে একটি নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেন। এরপরে তাঁরা বেড়াতে চলে যান। এমনকী যাতে কারো সন্দেহ না হয়, তাই খুন করা স্বামীর ফোন থেকেই তাঁর বোনকে ম্যাসেজ করতে থাকেন। অবশেষে মুসকান এবং সাহিল উভয়কেই পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাতেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত? সেনাপ্রধানের সঙ্গে ফের বৈঠক মোদির

অক্ষয় তৃতীয়াতেই ধাক্কা, মাদার ডেয়ারির পর দুধের দাম বাড়াল আমুল

স্কুলছাত্রের উপর অমানবিক অত্যাচার, পাকিস্তানি পতাকায় মূত্রত্যাগ করতে বাধ্য করল দুষ্কৃতীরা

১ মে থেকে দেশে পাঁচটি বড়সড় পরিবর্তন, চাপ পড়তে চলেছে পকেটে

পুলিশের ভ্যান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ১ আসামির, পথ অবরোধ নিহতের পরিবারের

রাহুলের দাবি মানল মোদি সরকার, দেশজুড়ে হবে জাতিগত সুমারি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর