নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: দুই মেইতেই পড়ুয়ার নৃশংস খুনের ঘটনা ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ডাবল ইঞ্জিন সরকারের শাসনাধীন মণিপুর। বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে এসেছেন হাজার-হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ল্যাজেগোবরে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ফের মণিপুরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ থাকছে।
গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। গত ৩ মে জনজাতি গোষ্ঠীর ছাত্র সংগঠনের মিছিলকে কেন্দ্র করে যে জাতি হিংসা শুরু হয়েছিল, তা সামাল দিতে কার্যত ব্যর্থ রাজ্য ও কেন্দ্রীয় সরকার। সেনা ও আধা সেনা নামিয়েও মৃত্যুমিছিল আটকানো যাচ্ছে না। গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে জাতি হিংসার বলি হয়েছেন প্রায় দুশোর মতো নিরীহ মণিপুরবাসী।
জাতি হিংসার মধ্যেই গত ৬ জুলাই নিখোঁজ হয়েছিল দুই পড়ুয়া। কিন্তু দুই পড়ুয়ার ভাগ্যে কী ঘটেছিল তা জানা যায়নি। সম্প্রতি ১০০ দিনের বেশি নিষিদ্ধ থাকার পরে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পরেই গত ২৩ সেপ্টেম্বর সমাজমাধ্যমে নিখোঁজ দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, দুই পড়ুয়ার মৃতদেহের সামনেই বসে রয়েছে দুই বন্দুকধারী। গত কয়েকদিন ধরেই অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে রাতেই মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।