এই মুহূর্তে




অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি, ৪ মাস পর ‘মরদেহ’ হয়ে বাড়ি ফিরলেন তালিব




নিজস্ব প্রতিনিধি: বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করার অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন একজন ভারতীয় যুবক। কিন্তু বিদেশে যাওয়ার ৪ মাস পরে লাশ হয়ে ফিরলেন যুবক। শরীরে একাধিক মারধরের চিহ্ন। ঘটনাটি, উত্তরপ্রদেশের বিজনোরের। সেখানকার বাসিন্দা মোহাম্মদ তালিব, বয়স ১৯ বছর। জীবিকার সন্ধানে গত চারমাস আগে সৌদি আরবে পাড়ি দিয়ে ছিলেন তালিব। কিন্তু চারমাস পর লাশ হয়ে ফিরলেন তিনি বাড়িতে। ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে? তবে যুবকের মৃত্যু হয়েছে প্রায় এক মাস আগে, কিন্তু তার মরদেহ বাড়িতে ফিরল একমাস পরে। তাঁর মৃতদেহ বাড়িতে ফিরলে স্বাভাবিকভাবেই যুবকের পরিবার ভেঙে পড়ে কান্নায় এবং প্রতিবেশীদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শোকাবহ পরিবেশের মধ্যেই তালিবকে কবর দেওয়া হয়। যুবকের পরিবার বলছে, সৌদিতে তাদের ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়েছে, যার কারণে সে প্রাণ হারিয়েছে। একজন শেখ যুবককে কাজ দিয়েছিলেন। তিনিই মারধর করেছেন তাঁদের ছেলেকে বলে দাবি পরিবারের। প্রকৃতপক্ষে, গতকাল, সোমবার সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় এক মাস পরে, মোহাম্মদ তালিবের (১৯) মৃতদেহ তাঁর গ্রামে পৌঁছায়। তালিবের মৃতদেহ দেখে স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। অশ্রুসিক্ত চোখে তাকে শেষ বিদায় জানান। এসময় স্থানীয় বিধায়কের ভাই, নায়েব তহসিলদার, কৃষক নেতাসহ আশেপাশের এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। তথ্যমতে, থানা এলাকার শকরপুরী গ্রামের বাসিন্দা মোহাম্মদ সগীরের ছেলে মোহাম্মদ তালিব (১৯) চার মাস আগে কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। এর ঠিক তিনমাস পরে সৌদি আরবের রিয়াদ শহর থেকে তালিবের মৃত্যুর খবর পায় পরিবার। বিষয়টি নিশ্চিত করতে পরিবারের সদস্যরা রিয়াদ শহরে বসবাসরত তাদের আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে কথা বললে খবরের সত্যতা পাওয়া যায়।

তালিবের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। লাশ দেশে ফেরাতে শুরু হয় সংগ্রাম। নিহতের বাবা সগীর আহমেদ অভিযোগ করেন, তালিবের মৃত্যুতে শেখের (মালিক) হাত রয়েছে। তিনিই তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। তালিবের মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছিলেন সগির। সোমবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তালিবের মরদেহ বিজনোরের শংকরপুরী গ্রামে পৌঁছালে সেখানে শত শত মানুষের ভিড় জমে যায়। এরপর গতকাল সন্ধ্যায় তালিবকে শোকাহত পরিবেশে কবর দেওয়া হয়। এ বিষয়ে গ্রামের প্রধান তৌফিক বলেন, তালিবের ময়নাতদন্তের রিপোর্ট স্বাভাবিক ঘোষণা করা হয়েছে, কিন্তু তাঁর বাবা বলেন, তার ছেলেকে শেখের হাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ‘মুসলিম, রোহিঙ্গা প্রবেশ নিষিদ্ধ’ সাইনবোর্ড নিয়ে বিতর্ক

‘কংগ্রেস ছাড়ুন’, যোগদানের পরেই বজরং পুনিয়াকে হুমকি

বাড়ছে  নিউমোনিয়া আক্রান্ত, গুজরাটে মৃত ১২

আফ্রিকার পর এবার ভারত, খোঁজ মিলল মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগীর

দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার বিরোধু নেতা গঞ্জালেজ, স্পেনে খুঁজছেন আশ্রয়

নেকড়ের পর এবার শিয়ালের আক্রমণে উত্তরপ্রদেশে আহত শিশু-সহ ১২

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর