এই মুহূর্তে




গোটা দেশে সময়ের আগেই প্রবেশ বর্ষার, প্রবল দুর্যোগের সতর্কতা জারি মৌসম ভবনের




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: রবিবার ভারতীয় আবহাওয়া বিভাগ মৌসম ভবন (IMD) জানিয়েছে যে নির্ধারিত সময়ের নয় দিন আগেই দিল্লি সহ সমগ্র দেশে প্রবেশ করেছে বর্ষা। আইএমডি অনুসারে, ২৯ জুনের মধ্যে রাজস্থান, উত্তর প্রদেশের পশ্চিমাংশ, হরিয়ানা এবং সমগ্র দিল্লিতে বর্ষাকালের সূচনা হয়ে গিয়েছে। সাধারণত, ৮ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশে বর্ষার আগমন ঘটে। কিন্তু এবার এটি সময়ের আগেই সক্রিয় হয়ে উঠেছে সে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার এবং রবিবার দিল্লির রোহিণী, পিতমপুরা, কারাওয়াল নগর, রাজৌরি গার্ডেন, দ্বারকা, আইজিআই বিমানবন্দরের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে সঙ্গে, হরিয়ানা এবং উত্তর প্রদেশের পশ্চিম অংশ নয়ডা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হয়েছে।

দিল্লি-এনসিআর ছাড়াও, আবহাওয়া বিভাগ দেশের অন্যান্য অংশেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরাখণ্ডের কিছু এলাকায়, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরপ্রদেশের পশ্চিম অংস, কোঙ্কন এবং গোয়ার অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, উত্তর প্রদেশের পূর্ব অংশ, গুজরাত, কেরালা, মাহে, মারাঠওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং বিদর্ভের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কতা জারি হওয়ায় চারধাম যাত্রা পরবর্তী ২৪ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন যে বৃষ্টিপাতের বিষয়ে লাল সতর্কতা জারি হওয়ার পর, চারধাম যাত্রা পরবর্তী ২৪ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। বদ্রীনাথ ও কেদারনাথগামী তীর্থযাত্রীদের শ্রীনগর বা রুদ্রপ্রয়াগের পরে আর যেতে দেওয়া হচ্ছে না। যমুনোত্রী ও গঙ্গোত্রীগামী তীর্থযাত্রীদের বিকাশনগর এবং বারকোট থেকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার ভোরে উত্তরকাশীর বারকোটের সিলাই ব্যান্ড এলাকায় মেঘ ভাঙা বৃষ্টিতে একটি হোটেল নির্মাণস্থলে ভূমিধসের ঘটনা ঘটে।

হিমাচল প্রদেশে আবহাওয়া বিভাগের হাইড্রোমেট শাখা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিলাসপুর, চাম্বা, হামিরপুর, কাংড়া, কুল্লু, মান্ডি, সিমলা, সিরমৌর, সোলাং এবং উনা জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দেশের কিছু অংশে মাঝারি থেকে উচ্চ বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর ভারতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্থানীয় প্রশাসন জনগণকে বন্যা বা ভূমিধসের বিষয়ে সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। আবহাওয়া বিভাগ আগামী ২৪ ঘন্টায় সমগ্র দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘জন্মদিনে দারুণ উপহার পেলাম’, আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য

মোদির বঙ্গ সফরের দিনে নাড্ডার বাসভবনে দিলীপ ঘোষ

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

৬০ স্কুলে হুমকি মেল, সাত সকালে দিল্লি-বেঙ্গালুরু জুড়ে বোমাতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ