নিজস্ব প্রতিনিধি, শিলং: পঞ্জাবের পর ভাঙন এবার মেঘালয় কংগ্রেসে। তৃণমূলে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তার সঙ্গে যোগ দেবেন দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় চ্যানেল এই খবর দিয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজ্য প্রদেশে কংগ্রেস সভাপতি পদে ভিনসেন্ট এইচ পালার নিয়োগে প্রবল অসন্তুষ্ট মুকুল সাংমা। তিনি সেই অসন্তোষের কথা ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠমহলে তিনি একথাও বলেছেন, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাকে কোণঠাসা করে রেখেছে।
উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্য়ামাকস্ট্রিটের দফতরে দেখা করেছিলেন মুকুল সাংমা। সেই সাক্ষাৎকার ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। মুকুল সাংমার শিবির থেকে বলা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশেষ কাজে কলকাতা গিয়েছিলেন। তৃণমূলের তরফ থেকে তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল। সৌজন্য রক্ষার খাতিরে তিনি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। যদিও রাজনৈতিক মহলের একাংশ নিশ্চিত ছিল তৃণমূলে যোগ দেবেন মুকুল সাংমা। সেই খবরে এবার সিলমোহর পড়ল।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সুস্মিতা দেবের তৃণমূলে যোগদানের পর মুকুল সাংমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। একটি বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, মুকুল সাংমার সঙ্গে তৃণমূলে যোগ দিতে পারে দলের একাধিক হেভিওয়েট নেতা। সে ক্ষেত্রে কংগ্রেসে বড় ধরনের ফাটল ধরতে পারে।
ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেরেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘাসফুলে যোগদান শুধু সময়ের অপেক্ষা।