এই মুহূর্তে




‘সুশাসনের জয় হয়েছে’, বিহারের নির্বাচনী ফলাফলে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি: পাটলিপুত্রে গেরুয়া ঝড়। বিহারে ফের প্রত্যাবর্তন এনডিএর। বিপুল সংখ্যাগরিষ্ঠতার নিয়ে ফের একবার বিহারে আসতে চলে শাসক এনডিএ-শাসক জোট। অনেক আগেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে তারা। বিহারের ময়দানে কার্যত ধরাশায়ী কংগ্রেস। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন মহাজোটের।জয়ের রেশ পৌঁছেছে দিল্লি পর্যন্ত।  শঙ্খ বাজিয়ে বিহারে উল্লাস করছেন এনডিএ জেডিইউ সমর্থকরা। 

চলতি বছর বিহার বিধানসভা নির্বাচন পাখির চোখ ছিল বিজেপির কাছে। এনডিএর সঙ্গে জেডিইউর জোট নিয়ে প্রথম থেকেই তাই আশাবাদী চিলেন তাঁরা। সেই সঙ্গে ভোটে জিতলে মহিলাদের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতিই জয়মালা পরিয়ে দিয়েছে জোতের কণ্ঠে। জয় এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বিহারের শাসক জোট। বড়সড় কোনও অঘটন না ঘটলে এনডিএ-র জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। বিজেপি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬টায় দিল্লিতে দলের সদর দফতর থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগেই টুইট করেছেন তিনি।

 

সুশাসনের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে”, বিহারে এনডিএর বড় জয়ের আবহে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “বিহারে জনকল্যাণের চেতনার জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে।” বিহারবাসীকে এদিন ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর আরও সংযোজন, বিহারে বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক এবং অভূতপূর্ব জয়ের জন্য এনডিএকে আশীর্বাদ দিয়েছে বিহারবাসী। সেই কারণে বিহারে সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপণ করেছেন তিনি। নমোর কথাতেই পাওয়া গিয়েছে কৃতজ্ঞতার আভাস। মোদির কথায়, “এদিন বিশাল জনাদেশ পেয়েছে এনডিএ জোট। এই জনাদেশ আরও কাজ করার অনুপ্রেরণা দেবে। জনগণকে সেবা করার জন্য সাহায্য করবে। বিহারের জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার শক্তি দেবে। “

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, হুঙ্কার মোদির

‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ