এই মুহূর্তে




খাদি ব্রান্ডের প্রমোশনে এবার মোদির ‘মন কি বাত’

নিজস্ব প্রতিনিধি: এবার খাদি ব্রান্ডের প্রমোশনে মাঠে নামলেন প্রধানমন্ত্রী স্বয়ং। রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে খাদির তৈরি জিনিসের সমর্থনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘খাদির জিনিসপত্র কিনুন। আমাদের দেশের ঐতিহ্য এই খাদি এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সমস্ত জিনিস আমাদের শরীরের জন্যও উপকারী।’ পাশাপাশি তিনি মহাত্মা গান্ধির প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘আসুন আমরা সকলে আসন্ন গান্ধি জয়ন্তীর দিন একটি করে খাদির জিনিস কিনি।’

পাশাপাশি এদিন ‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে দেশের সমস্ত নদনদী পরিষ্কার রাখার আর্জি জানান। তাঁর মত, যেহেতু আমাদের দেশে আমরা নদীকে মা হিসাবে পুজো করি। তাই মাকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের ওপরই বর্তায়। এই প্রসঙ্গে তিনি বলেন, সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণমাস। এই মাসে আমরা বিশ্ব নদী দিবস পালন করি। আমাদের সংস্কৃতিতে আমরা নদীকে মা বলি। আমাদের দেশে নদী কোনও জড়বস্তু নয়, আমাদের কাছে নদীর প্রাণ আছে। এমনকি আমাদের শাস্ত্রেও গঙ্গার সামান্য দূষণ রোধের জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি বছরে একবার কমপক্ষে নদী উৎসব পালন করার জন্য।’

সেই সঙ্গে তিনি আরও জানান, নমামি গঙ্গে প্রকল্প সফল হয়েছে। সাধারণ মানুষ আজ যথেষ্ট সচেতন। আমি যে বিশেষ উপহারগুলি পেয়েছি সেগুলি ডিজিটাল মাধ্যমে নিলাম করা হবে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ দান করা হবে নমামি গঙ্গে প্রকল্পে।’

স্বচ্ছতার প্রসঙ্গেও তিনি মহাত্মা গান্ধির প্রসঙ্গ টেনে এনে বলেন, গান্ধিজিও সর্বদা পরিচ্ছন্নতার বার্তা দিতেন। তাঁর দেখানো রাস্তাই আমাদের সবসময় অনুসরণ করা উচিত। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য, উমরের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করল NIA

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকেও মুক্তি দিল NIA

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ