26ºc, Rain
Sunday, 14th August, 2022 11:38 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্ব পেতে চলেছে সর্বোচ্চ আদালতের প্রবীণ বিচারপতি উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)। বৃহস্পতিবার বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা (Out going chief justice)তাঁর উত্তরসূরীর নাম ঘোষণা করেন। জানা গিয়েছে, বিদায়ী প্রধানবিচারপতি কেন্দ্রীয় আইনমন্ত্রকের (Law Ministry) কাছে উদয় উমেশ ললিতের নাম পরবর্তী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করেন। আইনমন্ত্রক সেই সুপারিশে সিলমোহর দিয়েছে। বিচারপতি উদয় উমেশ ললিত সর্বোচ্চ আদালতের (Supreme Court)৪৯ তম প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন।
চলতি মাসের ২৬ তারিখ প্রধান বিচারপতি এনভি রামানা (NV Ramana) অবসর গ্রহণ করবেন। অবসরের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে তাঁর কাছে তাঁর উত্তরসূরীর নাম চেয়ে পাঠায়। চিঠি লেখেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)। বিদায়ী প্রধান বিচারপতি উত্তরসূরী হিসেবে উদয় উমেশ ললিতের নাম সুপারিশ করেন।
যদিও প্রধান বিচারপতি পদে বিচারপতি উদয় উমেশ ললিতের (Uday Umesh Lalit)মেয়াদ খুব বেশিদিন নয়। উদয় উমেশ ললিত চলতি বছরের ৮ নভেম্বর (8th November) অবসর গ্রহণ করবেন। সেই হিসেবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবে কয়েক মাস। উদয় উমেশ ললিতের বাবা ইউ আর ললিত (UR Lalit) একজন অভিজ্ঞ বিচারপতি ছিলেন। দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন। পরিবার-পরিজনদের সংখ্যাগরিষ্ঠ আইনি পেশার সঙ্গে যুক্ত। ইউ আর ললিত অযোধ্য মামলার (Ayodhya Case) অন্যতম আইনজীবী ছিলেন। যদিও বাবরি মামলা থেকে তিনি পরে সরে আসেন। জানান, তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের হয়ে একটি মামলায় সওয়াল করার কারণে অযোধ্যা মামলা থেকে নাম প্রত্যাহার করেন।