নিজস্ব প্রতিনিধি, কটক ও তেলেঙ্গানা: ধেয়ে আসছে গুলাব। রবিবার বিকেলেই আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় । রেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওড়িশা ও অন্ধ্রগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। মৌসমভবনের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার বিকেলের মধ্যে ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপতনমের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টা ১৫০ থেকে ২০০ কিলোমিটার। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের
মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, রবিবার ২৬ সেপ্টেম্বর বিকেল নাগাদ ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপতনমের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর নিম্নলিখিত ট্রেন গুলি বাতিল করা হয়েছে
২৬ সেপ্টেম্বর যে সব ট্রেন বাতিল থাকবে
০৮৫৬৯ – ভুবনেশ্বর-বিশাখাপত্তনম ভূবনেশ্বর (আপ এবং ডাউন)
০৭০১৫ ভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ স্পেশ্য়াল
০২০৭১ ভুূবনেশ্বর-তিরুপতি স্পেশ্য়াল
০৮৪১৭ পুরী-গুনুপুর স্পেশ্যাল
০২৮৫৯ পুরী-চেন্নাই স্পেশ্যাল
০৮৫২১ /২২ গুনুপুর-বিশাখাপতনম-গুনুপুর স্পেশ্য়াল (আপ এবং ডাউন)
০৮৫৭২ বিশাখাপতনম-টাটা স্পেশ্যাল
০৮৫১৮ /১৭ বিশাখাপতনম-কোরবা-বিশাখাপতনম স্পেশ্যাল (আপ এবং ডাউন)
০২০৮৫ সম্বলপুর-নান্দেদ
০৮৫২৭ /২৮ রায়পুর-বিশাখাপতনম-রায়পুর স্পেশ্যাল (আপ এবং ডাউন)
০৮৫০৮ বিশাখাপতনম-রায়গড় স্পেশ্যাল
০৭২৪৪ রায়গড়-গুন্টুর স্পেশ্য়াল
২৭ সেপ্টেম্বর যে সব ট্রেন বাতিল থাকবে
০২০৭২ তিরুপতি-ভুবনেশ্বর স্পেশ্যাল
০৮৪১৮ গুনপুর-পুরী স্পেশ্যাল
০২৮৬০ চেন্নাই সেন্ট্রাল-পুরী স্পেশ্যাল
০২৮৬০ চেন্নাই সেন্ট্রাল-পুরী স্পেশ্যাল
০৮৫৭১ টাটা-বিশাখাপতনম স্পেশ্যাল
০২০৮৬ নান্দেদ-সম্বলপুর স্পেশ্যাল
০৮৫০৭ রায়গড়-বিশাখাপতনম স্পেশ্যাল।