এই মুহূর্তে




ডিএম ও এসপি বদলি, বরখাস্ত দুই অফিসার, রথযাত্রায় পদপিষ্টর ঘটনায় বড় পদক্ষেপ ওড়িশা সরকারের




নিজস্ব প্রতিনিধি, কটক: পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রায় রবিবার ভোর সাড়ে ৪টের দিকে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি গুণ্ডিচা দেবীর মন্দিরের সামনে জগন্নাথ দর্শনের জন্য জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষ পদদলিত হয়েছেন। মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, আহত হয়েছেন অন্তত ৫০ জন। দুর্ঘটনার পর ওড়িশা সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে। তার মধ্যে বদলি করা হয়েছে পুরীর ডিএম এবং এসপিকে।

পদদলিত হওয়ার ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গুরুত্ব বিবেচনা করে দুই উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক সারেন। তারপরই জগন্নাথ ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, এই অবহেলা ক্ষমার অযোগ্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পদদলিত হওয়ার ঘটনায় নিরাপত্তায় বিরাট গাফিলতির প্রশ্ন উঠছে। সেই জন্য পুরীর এসপি বিনীত আগরওয়াল এবং ডিএম সিদ্ধার্থ শঙ্কর সোয়াইনকে বদলি করা হয়েছে। পুরীর বর্তমান নতুন পুলিশ সুপার হচ্ছেন পিনাক মিশ্র। তিনি এর আগে এডিজি ক্রাইম পদে নিযুক্ত ছিলেন। তিনি এর আগেও পুরীর এসপি ছিলেন। খুরদা কালেক্টর চঞ্চল রানাকে পুরীর নতুন ডিএম নিযুক্ত করা হয়েছে।

‘অমার্জনীয় অবহেলা’ হিসেবে অভিহিত করে মুখ্যমন্ত্রী দুই পুলিশ কর্মকর্তা – ডিসিপি বিষ্ণু পতি এবং কমান্ড্যান্ট অজয় ​​পাধিকে বরখাস্ত করার নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মাঝি। এই ঘটনার প্রশাসনিক তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। সেই তদন্ত পরিচালনা করবে উন্নয়ন কমিশনার। সরকার নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিবারের মতো এবারও পুরীতে রথযাত্রা উপলক্ষে নেমেছে ভক্তদের ঢল। জগন্নাথ মন্দির থেকে রথ গিয়ে পৌঁছেছে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে। সেখানেই সাতদিন থাকবেন নীলমাধব, বলরাম ও শুভদ্রা। মাসির বাড়িতে বোনপো, বোনঝিদের দেখতে এখন ভক্তরা ভিড় জমাচ্ছেন ভক্তরা। দেব-দেবীকে দর্শন করতে উপচে পড়ছে ভিড়। রবিবার সকালে সেই জন্যই ঘটে দুর্ঘটনা।

এদিন ভোর ৪টের দিকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য রথের কাছে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময়ে কয়েকজন ভক্ত পড়েও যান। ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন, বাসন্তী সাহু (৩৬) , প্রেমাকান্ত মোহান্তি (৮০) এবং প্রভাতী দাস (৪২)। জানা গিয়েছে, তিন জনই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা। রথ উপলক্ষেই পুরীতে এসেছিলেন তাঁরা।

রবিবার ছুটির দিন থাকায় জগন্নাথ দর্শনের জন্য অনুমানের থেকে বেশি ভক্ত সমাগম হয়েছিল। ভক্তদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাঁদের নিয়ন্ত্রণ করা হাতের বাইরে চলে গিয়েছিল। দেবদর্শনের জন্য ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ