এই মুহূর্তে




মর্মান্তিক ঘটনা! বন থেকে বেরিয়ে এক বাইক আরোহীকে ধাওয়া করে মেরে ফেলল গন্ডার




নিজস্ব প্রতিনিধি: বনের থেকে বণ্যপ্রাণী পালিয়ে যাচ্ছে, হুঁশ নেই কোনও বনদফতরের। গতকাল রবিবার এমনই একটি ঘটনা ঘটেছে অসমের মরিগাঁও জেলার পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্যে। জানা গিয়েছে, বন থেকে আচমকাই বেরিয়ে পড়ে একটি গণ্ডার। এরপর রাস্তায় একটি মোটর সাইকেল আরোহীকে ধাওয়া করে মেরে ফেলে গণ্ডারটি। এই ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ গন্ডারটির ওই বাইকারকে আক্রমণ ক্যামেরায় ফুটে উঠেছে। যেখান দেখা যায়, বাইকারটির গন্ডারের আক্রমণের ভয়ে দৌড়াতে শুরু করলে তাকে ধাওয়া করে গণ্ডারটি। এরপরেই তাঁকে একটি মাঠে টেনে নিয়ে মেরে ফেলে গন্ডারটি। কথায় আছে, বন্যপ্রাণী বনেই সুন্দর। বন থেকে বেরোলেই জনসাধারণের ভোগান্তির শেষ থাকবে না। তেমনই কি করে এত নিরাপত্তা সত্ত্বেও অসমের অভয়ারণ্যে থেকে বেরিয়ে গেল গন্ডারটি, সেটাই প্রশ্নের।

জানা গিয়েছে, রবিবার নিহত বাইকারটির নাম সাদ্দাম হোসেন, তিনি ওই অভয়ারণ্যের থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কামরুপ মেট্রোপলিটন জেলার বাসিন্দা। ঘটনার দিন ৩৭ বছর বয়সী সাদ্দাম তাঁর বাইকে করে ওই বনের কাছ দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই গন্ডারটি অভয়ারণ্য থেকে বেরিয়ে তার কাছে আসে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, গন্ডার তাঁর কাছে আসতেই ব্যক্তিটি দ্রুত তার বাইক থেকে নেমে একটি খোলা মাঠে দৌড়াতে শুরু করে, এরপর গন্ডারটি যে ঘন্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, তাকে তাড়া করে। ২,৮০০ কিলোগ্রাম পর্যন্ত ওজনের গন্ডারটিকে সেই সময়ে স্থানীয়রা ভয় দেখানোর জন্য অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরে হোসেনকে মাঠের মধ্যে মাথা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। গন্ডারটি হত্যা করেছে তাঁকে। এক বন কর্মকর্তা একটি সংবাদসংস্থা কে জানিয়েছেন, “বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে গন্ডারটি বেরিয়ে এসেছে। আমরা ঘটনার তদন্ত করছি।”

অসমের রাজধানী গুয়াহাটির উপকণ্ঠে অবস্থিত, পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের এক শিংওয়ালা গন্ডারের সর্বোচ্চ ঘনত্বের জন্য পরিচিত। এই মাসে বিশ্ব গন্ডার দিবসে প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে, ভারতের এক শিংওয়ালা এশীয় গন্ডারের সংখ্যা গত চার দশকে প্রায় তিনগুণ বেড়েছে। চার দশক আগে পশুর সংখ্যা ১,৫০০ থেকে বেড়ে এখন ৪,০০০-এর বেশি হয়েছে। একটি প্রাপ্তবয়স্ক ভারতীয় গন্ডার, তিনটি এশিয়ান প্রজাতির মধ্যে বৃহত্তম, প্রায় ৫০ বছর বাঁচতে পারে। অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিশ্বের এক শিংওয়ালা গন্ডারের আনুমানিক ৮০ শতাংশের আবাসস্থল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দুর্গাপুজোয় মদ বিক্রিতে আবগারি দফতরের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ

বোমা রাখা হয়েছে খবর শুনেই তড়িঘড়ি কানাডায় অবতরণ Air India বিমানের

৯ বছর পর পাকিস্তানে পা রাখলেন বিদেশমন্ত্রী, যোগ দেবেন SCO সম্মেলনে

Lakshmi Puja : এই মন্ত্র পাঠ করলে ভক্তের ওপর সদা সর্বদা প্রসন্ন থাকবেন মা লক্ষ্মী

জানেন কী কার অভিশাপে দেবী লক্ষ্মীকে আশ্রয় নিতে হয়েছিল সমুদ্রগর্ভে?

নাচতে নাচতে মৃত্যু, দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিলে করুণ পরিণতি যুবকের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর