27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:16 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই বৈঠক চলাকালীন ট্রেন দুর্ঘটনার খবর আসে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল এই খবর দিয়েছে। ওই বৈদ্যুতিন চ্যানেলের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। লাইন থেকে সম্পূর্ণ কাত হয়ে যায়। সাতটি কামরার ব্যাপক ক্ষতি হয়েছে। এই খবর লেখা পর্যন্ত এখনও পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। নিয়ে যাওয়া হয়েছে গ্যাসকাটার। পৌঁছে গিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছে ৫১টি অ্যাম্বুল্যান্স। ১০ থেকে ১২জন হাসপাতালে ভর্তি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্ধকার হয়ে আসছে। ফলে, অন্ধকারের মধ্যেও যাতে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া যায়, তার ব্যবস্থাও হচ্ছে।
হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি ১৬ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।