28ºc, Haze
Tuesday, 28th March, 2023 10:54 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:নিজের রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে বিবিসির তৈরি তথ্যচিত্র নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, ভারতের বিভেদ তৈরির চেষ্টা চললেও তা বিফলে যাবে। শনিবার প্রধানমন্ত্রী ন্যাশনাল ক্যাডেট কর্পসের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশ কো তোড়নে কি কয়ি ঢুনতে যাতি হ্যায়। ভান্তি, ভান্তি কি বাঁতে নিকলকর। মা ভারতী কা সন্তানোকো বিচ মে দুধ মে ডরার করনিক কৌসিসে হো রহি হ্যায় (দেশ ভাঙার একটি ষড়যন্ত্র চলছে। ভারত সন্তানদের মধ্যে বিভেদের দেওয়াল তুলতে নানা ধরনের ইস্যু তৈরি করা হচ্ছে।) এর পরেই প্রধানমন্ত্রীর সংযোজন- সেই চেষ্টা করে কোনও লাভ হবে না। মোদি বলেন – মা কে দুধ মে কভি ডরার নেহি হো সকতি (মাতৃদুগ্ধ কোনও ভয় থাকে না।) আর আমাদের দেশ ঐক্যবদ্ধের মন্ত্রে এক সূত্রে গাঁথা।
মোদির শব্দ চয়ন বুঝিয়ে দিচ্ছে, তিনি নিজে রীতিমতো ভীত। আর সেটা এতটাই যে বিবিসি-র ওই তথ্য়চিত্রে মানুষ যাতে প্রভাবিত না হতে পারে (মগজধোলাই), তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। সেই চেষ্টা কতটা সফল হয়, সেটাই দেখার। বন্ধু দেশ আমেরিকা জানিয়ে দিয়েছে ওই তথ্যচিত্র নিয়ে ভারতে বাড়াবাড়ি করছে সরকার।
যদিও রাজনৈতিকমহল বলছে, মোদি-তথ্য়চিত্র এখন অ-বিজেপি রাজনৈতিক দলের হাতিয়ার। আর এই তথ্যচিত্র এমন সময়ে প্রকাশিত হল, যখন কয়েকটি রাজ্য বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন বেকায়দায় মোদি সরকার, বিবিসির তথ্যচিত্রের সমর্থন আমেরিকার