এই মুহূর্তে




লালু-তেজস্বীর মুখ রাখলেন সিওয়ানের ত্রাস ‘বাহুবলী’ সাহাবুদ্দিনের ছেলে ওসামা

নিজস্ব প্রতিনিধি, পটনা: রাষ্ট্রীয় জনতা দলের ভরাডুবির মধ্যেও নিজেদের দুর্গ ধরে রাখলেন  সিওয়ানের প্রয়াত বাহুবলী তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সাহাবুদ্দিনের পুত্র ওসামা শাহাব। রঘুনাথপুর আসনে সংযুক্ত জনতা দল প্রার্থী বিকাশ কুমার সিংহকে ভোটে হারিয়ে দিয়েছেন তরুণ নেতা।

বিহারের বাহুবলী সাংসদ তথা সিওয়ানের রবিনহুড সাহাবুদ্দিনের ছেলে ওসামা সাহাবকে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে ভোট প্রচারে এসে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি ওসামাকে জিততে দেবেন না বলে হুঙ্কারও ছেড়েছিলেন। কিন্তু রঘুনাথপুরের ভোটাররা ‘সাহেব’ সাহাবুদ্দিনের উত্তরসূরির উপরেই আস্থা রেখেছেন।

নয়ের দশকে ‘সিওয়ানের ত্রাস’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। দাপুটে নেতা ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত টানা চারটি লোকসভা ভোটে সিওয়ান থেকে জিতেছিলেন। খুন, অপহরণ, জমি দখল-সহ অন্তত ৩৬টি অভিযোগে মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম ছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি চন্দ্রশেখর প্রসাদ এবং সাংবাদিক রাজদেও রঞ্জনকে খুন। ২০০৯ সালের লোকসভা ভোটে হারের পরে একের পর এক মামলার শুনানিতে চাপে পড়েছিলেন ‘সিওয়ানের ত্রাস’। এর পরে একটি জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় তাঁর। দিল্লির তিহাড় জেলে থাকাকালীনই ২০২১ সালে করোনা সংক্রমণে মৃত্যু হয়। গত বছরের লোকসভা ভোটে বিস্তর দরবার করেও টিকিট পাননি সাহাবুদ্দিনের স্ত্রী হেনা বা তাঁর পুত্র ওসামা। আরজেডির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন হেনা। প্রায় তিন লক্ষ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। এর পরেই গত বছরের অক্টোবরে লালুর উদ্যোগে আরজেডি-তে ফেরেন হেনা এবং ওসামা।

২০১৫ ও ২০২০ সালে রঘুনাথপুর থেকে জিতেছিলেন আরজেডির হরিশঙ্কর তিওয়ারি। তাঁকে সরিয়ে এবার ওসামাকে প্রার্থী করেছিলেন লালি-নীতীশ। শুক্রবার সকালে ভোট গণনা শুরু হতেই দেখা যায় কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন সাহাবুদ্দিন পুত্র। তবে যত রাউন্ড এগিয়েছে ততই নিকট প্রতিদ্বন্দ্বী জেডিইউয়ের বিকাশ সিংহকে পিছনে ফেলে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন ওসামা। শেষ পর্যন্ত শেষ হাসি হেসে লালু ও নীতীশের মুখ রেখেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, হুঙ্কার মোদির

‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ