এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের আন্দোলনে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি (rising prices), খাদ্যপণ্যে জিএসটি চাপানোর  প্রতিবাদে কংগ্রেসের ডাকা প্রতিবাদ কর্মসূচি (Congress Protest) ঘিরে উত্তাল রাজধানী। আজ শুক্রবার দুপুরে সংসদ ভবন (Parliament) থেকে রাষ্ট্রপতি ভবনের (President’s House) দিকে যাওয়ার সময়ে রাহুল গান্ধি (Rahul Gandhi ), অধীর চৌধুরী (Adhir Chowdhury) সহ একাধিক কংগ্রেস সাংসদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police)। প্রিয়াঙ্কা গান্ধির (Priyanka Gandhi) নেতৃত্বে হওয়া মিছিলকেও আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। পরে তাঁকেও গাড়িতে তুলে নিয়ে যান দিল্লি পুলিশের কর্মীরা। সংসদ ভবনে কালো পোশাক পরে বিক্ষোভ দেখান সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। পুলিশ গ্রেফতার করার আগের মুহুর্তে সংবাদমাধ্যমকে রাহুল বলেন, ‘এইভাবে দমন-পীড়ন চালিয়ে কণ্ঠরোধ করা যাবে না।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ গোটা দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের পাশাপাশি রাষ্ট্রপতি ভবন অভিযানেরও ডাক দেওয়া হয়। দীর্ঘদিন বাদে দল ফের আন্দোলনের ডাক দেওয়ায় যথেষ্টই উজ্জীবিত দেখাচ্ছিল কংগ্রেস কর্মীদের। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা। বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তাঁরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে সামিল হতেই সকাল থেকেই ২৪ আকবর রোডে দলের সদর দফতরের সামনে জড়ো হন। যদিও ব্যারিকেড গড়ে কংগ্রেস কর্মীদের এআইসিসির দফতরের বাইরে আসার ক্ষেত্রে বাধা দেয় পুলিশ।

সকালেই সংসদ ভবনে জড়ো হন সোনিয়া, রাহুল গান্ধি সহ কংগ্রেস সাংসদরা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালো পোশাকও পরেন তাঁরা। সংসদ ভবন চত্বরে বেশ খানিকক্ষণ স্লোগান দেওয়ার পরে রাহুলের নেতৃত্বে কংগ্রেস সাংসদরা বিজয় চকে পৌঁছতেই মিছিলের পথরোধ করে পুলিশ। কংগ্রেস নেতাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিল্লি পুলিশের আধিকারিকরা।  বেশ কয়েকজন কংগ্রেস সাংসদকে টেনেহিঁচড়ে গ্রেফতার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাহুল গান্ধি-অধীর চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিন সকালেই এআইসিসি দফতরে এক জরুরি সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন, ‘দেশে একনায়কত্ব চালাচ্ছেন চার জন। গণতন্ত্রের লেশমাত্র নেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে গাড়ি থেকে উদ্ধার ২ শিশুর মৃতদেহ  

বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হেমন্ত পত্নী কল্পনা

বোর্নভিটার পরে এবার স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে হঠল ‘হরলিকস’ ও ‘বুস্ট’

মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলা তুলে নিলেন জয় দ্রেহাই

পটনা স্টেশনের কাছে হোটেলে আগুন, ঝলসে মৃত্যু ৬ জনের

নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগে মোদি- রাহুলকে নোটিশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর